তুমি জরুরী
সাইফুল ইসলাম সাঈফ
আমি কি প্রতীক্ষা করব তোমার জন্য?
তুমি জরুরী, জীবন অত্যন্ত বিপন্ন!
দিনের অধিকাংশ সময়ে কালো মেঘ
হারিয়ে যাচ্ছে সুরম্য ক্ষণ-বেগ।
তোমার ইচ্ছগুলো আমার মন মতো
শুনবো কথা আছে জমা যতো।
ঊষার সময় উঠে দুজনে হাঁটবো
তরতাজা ফোটা ফুলের সুবাস নিবো।
দুজনে ঘুরে বেড়াবো পেলে অবকাশ।
কেটে যাবে দুঃখ, যন্ত্রণা হা-হুতাশ।
প্রশংসা করব রবের, ইবাদত করব
দিনগুলো যাবে সুন্দর, সুখময় অপূর্ব!
তোমার সাড়া পেলে হবো উজ্জীবিত
উন্নত, ভদ্র, শিষ্ট হবো অবারিত।
প্রেমিক হবো ভালো, প্রীতি পূর্ণ
আমার কাছে থাকবে চিরদিন অনন্য।
গোধুলি বেলা আমারও খুব পছন্দ
একসাথে চললে পাবো অতি আনন্দ!
কৃষ্ণচুড়ার বাহারি টকটকে লাল হাসি
এই রূপ হবে না বাসি।
তুমি সেজেগুজে আমার সামনে দাঁড়াবে
নিখুঁত ভালোবাসা নিশ্চয়ই তুমি পাবে।
উত্তরা, ঢাকা।
১০.১০.২০২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


