সাবা
সাইফুল ইসলাম সাঈফ
সাবা বেড়ে উঠছে, নতুন দিগন্ত
উদয় হচ্ছে সূর্য, পথ অনন্ত।
স্নেহ, মায়া, মমতা করো সবাই
যত্ন না নিলে যাবে বৃথাই।
উন্নত পথের যাত্রী হতে হবে
সেজন্য আলোয় আলোকিত করো তবে।
হে সাবার পিতা-মাতা শুনো
তাকে শিখাও শ্রেষ্ঠ গ্রন্থ, মানো।
সে হাসলে তোমার সুখ, খুশি
অনুভূত হবে আনন্দ রাশি রাশি।
তাকে জানাও খাদিজা রা. কথা
তাকে জানাও আয়শা রা. কথা।
তাকে জানাও শ্রেষ্ঠ নারীর কথা
না জানালে পাবো হৃদয়ে ব্যথা।
যদি পূণ্যময় রমণী করতে চাও
শেখাও শ্রেষ্ঠ যত গ্রন্থ পড়াও।
না জানতে পেরে অজস্রে দুখ
মানতে পারলে উভয় জগতে সুখ।
এসো নিজ সন্তানকে করি উজ্জ্বল
সুনিশ্চিত পাবে এর নিখুঁত ফলাফল।
সাবা যেনো উঠে স্নিগ্ধ সকালে
ইবাদত করে যেনো সময় হলে।
উত্তরা, ঢাকা।
১৭.১০.২০২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


