উথলে
সাইফুল ইসলাম সাঈফ
কত ঘুরেছি কত দেখেছি রূপ
ভাবনায়, স্বপ্নে আসেনি থেকেছি চুপ।
দীর্ঘ সময় পরে এলে খেয়ালে
তোমায় ভাবলে মন শুধু দুলে।
নাড়াচাড়া দিয়ে ওঠে হৃদয়, দেখলে
সাগরের জলের মতো কত উথলে।
অনুভূত হয় আনন্দ, আচমকা হাসি
তুমি চাইলে বলতে পারি ভালোবাসি।
তোমার প্রত্যু্ত্তরের খুব আশায় আছি
একলা থাকলে সব লাগে মিছেমিছি।
মনমতো হলেও বহুকিছু ছড়ায় দুর্গন্ধ
মনমতো হলেও বহুকিছু ছড়ায় সুগন্ধ!
তুমি এলে একসাথে দেখব জগত
তুমি এলে মিলবে চমৎকার পরজগত।
জোনাক রাতে দুজনে হাটব বহুদূর
পূর্ণিমা মতো হবো আলোকিত ভরপুর।
এসো না পাশে, এগিয়ে যাই
একা থাকলে সবকিছু যাবে বৃথাই।
তুমি যদি বুঝে থাকো তাহলে
কত সম্পদ সৃষ্ট হচ্ছে তলেতলে।
সবকিছু দিবো তোমায় প্রেয়সী হলে
ইচ্ছে দেখার বৈধ তনু আদুলে।
এটাই পূণ্য, করে শান্তিময় মন
আর করে সারাজীবনের জন্য আপন।
উত্তরা, ঢাকা।
১৯.১০.২০২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


