গুণকীর্তন
সাইফুল ইসলাম সাঈফ
প্রশংসা সবাই পছন্দর করে জগতে
উঠতে হয় ঘুম থেকে প্রভাতে।
আগাম আমরা কতকিছু ভেবে রাখি
সুগন্ধী জন্য আতর দেহে মাখি।
সাহস জোগালে পুরুষ পায় বিজয়
আনন্দে আপ্লুত, উজ্জ্বল স্বপ্ন উদয়।
রমণী না ছুঁয়েও হয় ধ্বংস
কী অদ্ভুত মানুষ জন্মের উৎস!
তলেতলে প্রায় সকলে অত্যান্ত বিশ্রী
খুঁজে পেতে চায় কাঙ্খিত সুশ্রী।
জুড়িয়ে যায় মনোমত কিছু হলে
খুশিতে আত্মহারা, ভালো লাগায় দুলে।
গুণকীর্তন করেছি, হলে না রাজি
সরে গেছি তাই, অন্যত্র খুুঁজি।
সময় মতো কর পূণ্যের কাজ
বিশেষ নারী যার আছে লাজ।
ইচ্ছে মতো চলতে পারি না
বাধায় মন্থর গতি, নেই প্রেরণা।
যথাযথ সময়ে হতে পারিনি জুটি
বিরহে যায় দিন, রহস্যময় তটি।
স্পর্শের জন্য আমার ভীষণ ব্যাকুলতা
কোনোভাবেই দূর হচ্ছে না বিষণ্ণতা।
উত্তরা, ঢাকা।
২৭.১২.২০২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

