সুখময় দিন
সাইফুল ইসলাম সাঈফ
আজ সূর্য উদয় হয়েছে ঠিকঠাক
তোমার উচ্ছল রূপ দেখে অবাক!
দেরি কারণ, তোমায় দেখার বিলম্ব
ক্ষতি কী, হোক না আরম্ভ!
তুমি বিহীন জীবন আমার অনারম্বর
তোমার জন্য হাসে নীল আম্বর!
স্বর্ণ সময়ে যদি হতো দেখা
বিষাদ হতো না হৃদয়ে রাখা!
জমে জমে ভীষণ কালো মেঘ
বাতাসের তীব্র ভয়ংকর দুখের বেগ!
এতদিনে পড়েছি সুরম্য গুলের প্রেমে
এতদিন দেখেছি স্বপ্ন, ছিলাম ঘুমে।
কথা বলে হয়েছি খুব প্রাণবন্ত
এখন বাঁচতে ইচ্ছে করে অনন্ত!
তোমায় সামনাসামনি দেখতে খুব বাসনা
বিশাল দোলা, তুমি আমার প্রেরণা।
তুমি আমার চোখের জ্যোতি, শীতলতা
তুমি এনে দিতে পারো পূর্ণতা।
তুমি বুঝো, বিরত থাকা কঠিন
সানন্দে এসো, হবে সুখময় দিন!
উত্তরা, ঢাকা।
০৮.০২.২০২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


