আমি বিস্মিত
সাইফুল ইসলাম সাঈফ
নবীর সিরাত জেনে আমি বিস্মিত
মানুষের মধ্যে শ্রেষ্ঠ, উন্নত চরিত।
পৃথিবী জুড়ে ছড়িয়ে তার আদর্শ
বিলীন হয়ে যায় অন্য মতাদর্শ।
যিনি মানুষের কল্যাণের জন্য সৃষ্ট
তিনি মুছে দিতেন মানুষের কষ্ট!
আল্লাহর পথে ছিলেন দৃঢ় একনিষ্ঠ
সৃষ্টিকর্তার বন্ধু, ছিলেন তার ঘনিষ্ঠ।
প্রতিটি ঘটনা তার বিজয়ের জন্য
তার সমতুল্য নেই, তিনি অনন্য।
বিশ্বাসী হও আর অবিশ্বাসী হও
তিনি জিতে যাবেন চিরসত্য তাও।
তুমি নিজের জন্য করো ভেবে
তা না হলে অযথায় যাবে।
অন্ধকার যুগ আলোকিত করে দিয়ে
অজ্ঞতা, বর্বরতা দূর করে হৃদয়ে
জ্বালিয়ে দিয়েছেন স্রষ্টা প্রদত্ত জ্ঞান
মানুষ খুঁজে পেয়েছে উপযুক্ত সম্মান।
বিদ্বেষী হলে হয়ে যাবে বিলীন
ভালোবাসলে থাকবে হৃদয়ে হৃদয়ে অমলিন।
স্ত্রীগনদের সাথে ছিল উচ্চ অনুরাগ
তাদের ঘর ছিলো ফুল বাগ।
একজনও করে নাই কোনো অভিযোগ
যতই গেছে দুঃখ-কষ্ট রোগ!
চিরন্তন সত্য তুমি জানো মানো
আমরা সবাই একই, অভিন্ন কেনো?
তিনি বলে গেছেন আমরা এক
আমাদের প্রভুও তিনি অদ্বিতীয় এক।
তিনি জন্মেছেন মানব জাতীর জন্য
ঠাঁই হচ্ছে মনে মনে সেজন্য।
উত্তরা, ঢাকা।
১৫.০২.২০২৫
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



