উন্মাদনা
সাইফুল ইসলাম সাঈফ
তপ্ত কয়লা হাতে নিয়ে ঘুরি
প্রতি রাতে জ্বলে উঠে-মরি!
কতদিন হলো সূর্যোদয় দেখি না
কতদিন হলো সূর্যাস্ত দেখি না।
আমার ইচ্ছে প্রতিদিন দেখি ভোর
কিন্তু আমার কাটে না ঘোর।
প্রতিমুহূর্ত হয়ে থাকে মন উত্তাল
দিনদিন হয়ে যাচ্ছি খুবই বেতাল।
রমণীর ছোঁয়া ব্যতীত কেন উন্মাদনা
এখন পর্যন্ত পাইনি কোনো প্রণোদনা।
আমি কেন কারো পছন্দের নই
সবসময় কেন আমি নিঃস্ব রই?
দেরিতে হৃদয়ে ফুটলো এক ফুল
সাড়া বিহীন তবুও চিত্তের দোল!
আমার প্রচেষ্টায় কেন ফল নেই
বৃথা কেন যায় সময়, জান্তেই?
নিজে নিজে রোজ হই উত্তেজিত
নগ্ন দৃশ্য আমায় করে পরাজিত!
মাঝে মাঝে হয়ে বন্য-হিংস্র
মানুষ দেখা মেলে আকর্ষিত বিবস্ত্র।
রানী ছাড়া আমার ঘর ফাঁকা
সেজন্য শূন্য আমি ভীষণ একা!
উত্তরা, ঢাকা।
০১.০৬.২০২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


