একই রঙের ডিঙ্গি
সাইফুল ইসলাম সাঈফ
সবকিছুতেই আমি কম বুঝি
একটি বিষয়েও আমি দক্ষ নই
তাই আমার মূল্য কম
অল্প দাম আমার রুজি!
আমার আচার আচরণে
ধরা খেয়ে যাই, নই চতুর।
যেহেতু আমার আয় কম
সঞ্চিত নাই অপার্জিত অর্থ।
তাই আমার যৌবন দুখে দুখে যায়
হে আল্লাহ আমি খুব অসহায়!
হে আল্লাহ তোমার সাহায্য চাই
বেঁচে থাকার নূন্যতম সম্পদ চাই।
আমার সমবয়সীরা সব এগিয়ে
আমি এখনো আছি পিছিয়ে।
সুখের দিনগুলো যায় যাতনায়
ব্যথার দিনগুলো শুধু ভাবায়!
আমি তো একেবারে অযোগ্য নই
তবুও কেন হয় না কিছু, বিষাদেই রই।
আমার নাই তাই চাই না
তবুও কেন এত অস্থিরতা!
রমণী সৌন্দর্য দেখার জন্য কেন ব্যাকুলতা
রমণী ছোঁয়ার জন্য কেন আকুলতা?
চিন্তা-চেতনা হয়ে গেছে বিশ্রী
চেহারার হারিয়ে যাচ্ছে শ্রী।
দাও না আল্লাহ সুখের মুহূর্ত
দাও না আল্লাহ সহজ শর্ত।
সহ্য হয় না ভীষণ দুখি
সোনালি সময় হারিয়ে কাঁদি!
জুড়ে দাও মানানসই সঙ্গী
দু’জনের থাকবে একই রঙের ডিঙ্গি।
উত্তরা, ঢাকা।
২৫.০৮.২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



