বর্তমান সময়ের হালের আলোচিত ও আলোড়িত বাংলাদেশি গুম। তত্ত্বের আবিষ্কার যখনই হোক এখন দেশের মানুষ হাড়েহাড়ে টের পাচ্ছে এর গভীরতা। আনাকাঙ্খিত বেশ কয়েকটি ঘটনা ইতিমধ্যেই তার রং দেখাতে শুরু করেছে। গুম হতে ফইদা যারা নিচ্ছেন না নিবেন খালি চোখেই বলা যাই তারা রাজনীতির সাথে সম্পৃক্ত। সংবাদ সম্মেলন বা মিডিয়া হাতের কাছে পাইলেই গলার তার ছেড়ার আগ অবধি বলতে থাকেন আমার চাইতে কে বেশি দেশকে ভালোবাসে? জীবন দিবার পারি এই বদ্বীপ এর জন্য যে কোন সময়। তাদের হাত এক এক জনের কতো ফুট লম্বা তা দেশের মানুষ সবাই জানে।
আপনারা যদি এতই দেশকে ভালোবাসেন তবে আপনাদের গুম তত্ত্বের মাধ্যমে সমাজ হতে লোডশেডিং, দুর্নীতি, যানজট, সন্ত্রাস, ক্ষমতার দাপট, স্বজনপ্রীতি, বিশৃঙ্খলা, বিভিন্ন ধরনের নিম্নমুখী সূচক (নেতিবাচক) ও লাগামহীন দ্রব্যমূল্য গুমকরে দেখান না ???
বাংলাদেশ হতে মানুষ গুম না হয়ে যদি এই সকল বিষয়গুলো গুম হতো !! রূপসী বাংলার রুপ সারা বিশ্ব অবাক দৃষ্টিতে চেয়ে দেখত।
আমাদের দেশ কবে সেই দেশ হবে?
মানুষ না গুম হয়ে
উপরোক্ত বিষয়বস্তু গুলো গুম হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



