আমরা এসে দাঁড়িয়েছি আজ নদী যমুনার কূলে
এই তো দেখো জেগে আছে নদী থৈথৈ করে জল
এই বাতাস আমাদের ছুঁয়ে ফেলে
আমরা দুজন একা বসে আছি
এই তো বাতাস আমাদের ছুঁয়ে ফেলে।
তারপর বৃষ্টি শুরু হল
আমরা বৃষ্টিকে ভালবেসে বলি ও বৃষ্টি তুমি খুব ভাল
এবার বৃষ্টি আমাদের সঙ্গে থাক
এই তো হল আমাদের একক ছবি
ভিজিয়ে দিয়ে আমাদের ছবি আঁকো।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




