তোমাকে ভাবছি
মাটিগন্ধে মুগ্ধ যুবক
দিনরাত পথে পথে ফিরছি
পায়ের ধুলো লাগছে গায়ে
সারামনে পথের মায়াই মাখছি।
ইচ্ছে হয়নি তোমার কাছে যাই
তোমার ছায়ায় নিজেকে লুকাই
তবু তোমার কাছেই বাঁধা হৃদয়
মনে মনে তোমার ছবিই আঁকছি।
কখনো রোদে কখনো মেঘের ছায়ায়
কখনোবা বৃষ্টিতে ভিজছি
অভিমানের ক্ষত নিয়ে একটু একটু জ্বলছি
তোমার নিষেধ তুচ্ছ করে তোমাকে ভাবছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




