একটা ভয়াবহ সময় পার করছি আমরা, আমাদের দেশ আর এই সময়। সহনশীলতার যে কলি যুগে আমাদের বসবাস সেটা সবার জন্য মেনে নেয়াটা সত্যিই কঠিন। বলা বাহুল্য, একটি দেশের সরকার মাত্রই সর্বোচ্চ শক্তিশালী সংস্থা, কিন্ত খুব কম সময় আমরা তার অপব্যবহার দেখি। বর্তমান সরকারের গত ১ বছর ৬ মাসের শাষনকালে আমরা বারবার দেখেছি তাদের ক্ষমতার অপব্যবহার আর তার হিংস্র ও দানবীয় দংশন। তবে এই অপব্যবহারের সব থেকে গু্দরুত্তপূর্ন দিক হল তথ্য প্রবাহে বারবার অবৈধ অনুপ্রবেশ।একটি গনতান্ত্রিক সরকারের কাছ থেকে মানুষের প্রত্যাশা থাকে গনতান্ত্রিক আচরণ আর গনতান্ত্রিক রীতি নীতির প্রয়োগ, অথচ এই সামান্য কদিনের শাষনে আমরা প্রত্যক্ষ করেছি চরম অধৈর্য একটি সরকার কে যারা ভয় পায় তাদের বিরুদ্ধচারন কারী এদেশের সংবাদ মাধ্যম গুলোকে, যারা গনতান্ত্রিক রীতিনীতির ধারে কাছে না গিয়ে একের পর এক বন্ধ করছে বিভিন্ন সংবাদ মাধ্যম। অথচ একটি গনতান্ত্রিক দেশে তার সংবাদ মাধ্যম কে একটি গুরুত্তপূর্ন স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। লক্ষ্য করার বিষয় হলো, বাকশাল ছাড়া আর অন্য কোন সময় সংবাদ মাধ্যম বন্ধ করে দেয়া হয়নি। সামরিক সরকার গুলো নিয়ন্ত্রন আরোপ করেছে তবে এভাবে একের পর এক সংবাদ মাধ্যম কে হত্যা করবার ষড়যন্ত্র খুব কম ই দেখা যায়।সামরিক সরকার গুলো নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম পেতে চায় তার মূল উদ্দেশ্য কে প্রচার করবার জন্য, কিন্তু একটি গনতান্ত্রিক দল যার আছে রাজনীতিতে ৬০ বছরের বেশী পদচারনা এবং এক সুদীর্ঘ ইতিহাস তার কাছ থেকে এমন ব্যবহার সত্যিই আমাদের আশাহত করে। বর্তমান সময়ে ইরান, পাকিস্তান, আফঘানিস্তান,সিরিয়া, চীন এবং ভিয়েতনাম ছাড়া আর বোধ হয় বাংলাদেশ ই আছে যেখানে মুক্তচর্চার সুযোগ একদম সীমিত। এই দেশ গুলোর কোনটিই সেই অর্থে গনতান্ত্রিক নয়, কিন্তু আমাদের দেশে যা চলছে তা আমরা কিভাবে মেনে নেব??? সংবাদ মাধ্যম সব সময় সমালোচনা মুখর থাকতেই পারে, সরকারের সমালোচনা করবার অধিকার প্রত্যেকেরি আছে, কিন্তু তাই বলে তার গলা টিপে তাকে হত্যা করাটা কতটা যৌক্তিক? এটা ঠিক “আমার দেশ” এবং চ্যানেল ওয়ান সরকারের সমালোচনায় মুখর ছিল কিন্তু তাদের এই অকাল মৃত্যূ কোনভাবেই প্রত্যাশিত ছিল না। আজকের এই তথ্য প্রযুক্তির কড়কড়ে রোদে বসে সব নাটক ই যখন সবার কাছে খুব পরিষ্কার তখন কি দরকার এত লুকোছাপার?? বাকশালের মত করে এখনকার জনকন্ঠ আর ভোরের কাগজ রেখে বাকী সব বন্ধ করে দিলেই কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়। আমার পাকিস্তানি বন্ধুদের অনেক কথা শুনিয়েছি কারন তাদের নেই অবাধ তথ্য প্রবাহের সুযোগ, কিন্তু আজ আমরা এ কোন অতলে হারিয়ে গেলাম?পাকিস্তানে অন্তত যাই হয় আদালতের নির্দেশে আর এই দেশে এসব কি হচ্ছে?আমরা কি তবে নষ্টের অধিকারে চলে গেছি?
© সাইক চৌধুরী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



