সকালে আনিসুল হকের লেখা পড়ে জানলাম আমাদের মন্ত্রী বাহাদুর জানোয়ার আবুল হোসেন কি এক কান্ডই না করেছে। পড়ে দেখুন ......
জলির সঙ্গে আমরা লিফটে নামছি। জলি বললেন, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন তাঁকে দেখতে এসে বলেছেন, ‘আপনাদের ড্রাইভারের দোষ ছিল, সে ওভারটেক করতে গিয়েছিল।’ জলি বললেন, ‘আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি, কক্ষনো না, আমি গাড়িতে ছিলাম। আমাদের গাড়ি কখনোই ওভারটেক করেনি। আমি ছবি এঁকে দেখাতে পারি, আমাদের চালক ওভারটেক করেনি।’
জানা গেল, বিপরীত দিক থেকে আসা বাসটি একটা দাঁড়িয়ে থাকা গাড়িকে পাশ কাটাতে গিয়ে তারেক মাসুদদের মাইক্রোবাসে ধাক্কা দেয়। টেলিভিশনের ছবিতেও তা স্পষ্ট। মাইক্রোবাসটা তো রাস্তার বাঁ পাশেই ছিল।
লেখক শাহাদুজ্জামান, যিনি চিকিৎসকও, বললেন, ‘একজন ভিকটিমকে দেখতে এসে কেউ এই কথা বলতে পারে?’তাই তো, একজন আহতকে, একজন গুরুতর আহত মানুষের স্ত্রীকে, সদ্য বন্ধুহারা একজন মানুষকে দেখতে এসে কোনো মন্ত্রী এ কথা বলতে পারেন?
এই জানোয়ার টা মানুষ হবে কবে???
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১১ সকাল ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



