আপোষ না সংগ্রাম?
সংগ্রাম সংগ্রাম।
জামায়াত শিবির নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের রাজপথ ছাড়ার কথা ছিল না। কিন্তু ৭ ঘন্টার নামে যে দালালী শুরু হল, তা আমাদের এই দাবী বাস্তবায়নের পথে বড় বাধা। আন্দোলন কখনো সময় হিসেব করে হয় না।
গত মহাসমাবেশের ৬ দফা দাবীর একটি দাবীও এখনো পরিপূর্ন ভাবে বাস্তবায়িত হয় নি। অথচ ব্লগার ইমরানের মতে দাবী পূরণে তিনি কোন বাধা দেখছেন না। জামায়াত শিবিরের রাজনীতি বন্ধ করতে না পারলে এই দেশ কখনোই মুক্তিযুদ্ধের পূর্ন চেতনায় ফিরে যেতে পারবে না। অথচ, এই সব দাবী নিয়ে কোন তীব্র কথা আমরা শুনলাম না। এই আন্দোলন কে যারা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন তারা পুরো জাতির সাথেই প্রতারনা করছেন।
যেসব ব্লগার আপোষের রাস্তায় গিয়ে এই আন্দোলন কে দালালীতে পরিনত করলেন তাদের প্রতি ঘৃণা। আসুন এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আমরা ২৪ ঘন্টা শাহবাগের আন্দোলন কে এগিয়ে নেই। সময় এসেছে, দালাল দের প্রতিহত করার।
জয় বাংলা।
© সাইক চৌধুরী (saikh chowdhury)
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



