যুগে যুগে দেখি আমি মানবসভ্যতা,
বুদ্ধি আছে অপরিমেয়
যদিও নেই পরিমিত ধর্ম, গুণ।
যতটুকু করে সৃষ্টি দ্বিগুণ তার করে ধ্বংস!
মানুষের প্রধান ধর্ম অরাজকতা।
তাই আমি বার বার ধরণীতে আসি,
একখানা গ্রন্হ, কিছু উপদেশ
দিয়েছি শৃঙ্খলা, নীতিমালা অশেষ,
যেন অপরাধ না করে হাসি হাসি
কোন মানবসন্তান।
মহান করে দিয়েছি হিন্দু-ইসলাম
অন্যপাশে রেখে বৌদ্ধ-খ্রিস্টান
ধর্মে ধর্মে রচে সম্প্রদায়
করে পরস্পরের নাশ্,
সব পশুপাখিরে মিলে আমি করি অট্টহাস্।
গাধা তার কন্ঠ তুলে শোধায়,
“তারা তোমায় প্রশ্ন করে নি ক ভুলে
প্রভু তোমার কি আছে জীবনবিধান?”
আমি দেখি শূণ্যতা,
দ্যুতিময় অন্ধকার অম্লান!
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




