যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ১ থেকে ৬ মের মধ্যে বিশ্বব্যাপী প্রকাশিত ডিভি-২০১২ কর্মসূচির নির্বাচনী প্রক্রিয়ার সব ফলাফল বাতিল করেছে। গতকাল শুক্রবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দৈবচয়ন প্রক্রিয়ায় কম্পিউটারজনিত ত্রুটির কারণে এসব ফলাফল বাতিল করা হয়েছে। যেসব আবেদনকারীকে ডিভি-২০১২ কর্মসূচির পরবর্তী পর্বের জন্য নির্বাচিত হওয়ার খবর জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেগুলো প্রত্যাহার করা হয়েছে। এতে আরও বলা হয়, শিগগিরই একটি নতুন দৈবচয়ন পদ্ধতির আয়োজন করা হবে। এর ফলাফল আগামী ১৫ জুলাই প্রকাশ করা হবে। যাঁরা গত বছরের ৫ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে ডিভির জন্য সঠিকভাবে আবেদন পাঠিয়েছিলেন, তাঁদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। নতুন দৈবচয়ন নির্বাচনী প্রক্রিয়ায় সঠিকভাবে পূরণ করা আবেদনপত্রগুলো অন্তর্ভুক্ত করা হবে। এন্ট্রি স্ট্যাটাস চেক ওয়েব পেজ-এ আবেদনের অবস্থা জানার জন্য আবেদনকারীকে যে কনফারমেশন নম্বর দেওয়া হয়েছিল, তা বহাল থাকবে।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী সব ডাইভারসিটি অভিবাসন ভিসা সম্পূর্ণ দৈবচয়ন পদ্ধতির মাধ্যমে প্রদান করা হবে। কম্পিউটারের প্রোগ্রামের একটি ত্রুটির কারণে পুরোপুরি দৈবচয়ন পদ্ধতির মাধ্যমে প্রদত্ত ফলাফলগুলো সঠিকভাবে পাওয়া সম্ভব হয়নি। ফলে চলতি মাসের শুরুর দিকে প্রকাশিত ফলাফলগুলো আইনসম্মত হয়নি। এ কারণে তা বাতিল করা হয়েছে। http://www.dvlottery.state.gov/ ওয়েবসাইটে বিস্তারিত জানা যাবে। বিজ্ঞপ্তি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




