সেদিন সন্ধ্যা রাতে নদীর নিরবতা ভেঙ্গে ফিরছিলাম
চিলতে জোছনায় ভিজে ভিজে,
জোনাকীর পিটপিট আলো উড়ে যাচ্ছিলো দূরে-
বহুদিন পর যেন মনে হলো এক টুকরো আলো
পুষে রেখেছি বুকে।
বহুদিন দিনের আলো ফুরালে সন্ধ্যা নামে,
সন্ধ্যার বুক ভেঙ্গে নামে গাঢ় আঁধার
আর এইটুকু বুকের সাধ নিয়ে মনে পড়ে
যত দূরে যাক...সকাল এসে নামে
দিনের শুরুতে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



