একটা নিজস্ব রোদ ছিল,একটা জগৎ,সবকিছু বেদখল;রোদের অসমাপ্ত গল্প তোকে বলা হয় না,তুই এখন আর গল্পের মতো করে কাছে আসিস না,এরকম অসমাপ্ত!
রোদের ছায়া বিষন্ন হলে তুই থাকিস স্মৃতিময় দরজার চৌকাঠ জুড়ে খেয়ালে
শেষ বিকেলের বিষন্ন রোদ তুই চিরস্থায়ী দুঃস্বপ্নের মতো জলজ ফোঁটা ফোঁটা
তোকে আর তোর মতো করে দেখতে পারি না,তেমন করে দেখিনি কখনোবা
শুধু একটি অসমাপ্ত গল্প,রোদ আর বিকেলের স্মৃতিময় সুখদানা হয়ে ভাস্মর..
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




