সবকিছু এভাবে অসমাপ্ত পড়ে থাকে প্রতিদিন
প্রতিদিন কেন যে এমনই হয়,স্তব্ধ দিনলিপি
শেষ করে তুমিও চলে গেছ দূরে,রোদ হয়ে গেছ
ঝড়ে পড় পাতায় আর ঘাসে বিরহীর প্রতিরূপে
জোছনাও কখনো হও,কবি দূর হতে ছবি আঁকে
যেমনটা তুলির আঁক ছুঁয়ে লেখা হয় শোকগাঁথা
তেমনই আকাশ মেঘ রোদ বৃষ্টি হয় স্মৃতিকথা
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




