এ-তো সব সত্যের প্রথম সত্য।
দিনের শেষ পর্বে রাত আসে
নিশ্চুপ ধরণীর কত আয়োজন।
ভালবাসার চাবিকাঠি হারিয়ে যায়,
জীবন থেকে অনেক দূরে হায়।
কিঞ্চিত সুখের লাগি মরিচিকার তরে,
দিন ও রজনী বন্ধুর পথের পরে।
থাকবোনা আমি, চলেছি ওপাড়ে,
জীবন ফুরালাম ক্ষণিকের মোহে
কেঁদে কেঁদে ভালবাসার দুয়ারে।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




