জোছনার মাঝে তুমি আছ বলে।
আমি বৃষ্টির জলে ভিজেছি ,
প্রতিটি জলকনায় তোমার স্পর্শের আশায়।
আমি গঙ্গায় ডুব দিয়েছি ,
জলের মাঝে তোমায় খুঁজে নিতে।
আমি পথহারা পথে হেটেছি ,
আকস্মাৎ তোমার দেখা পাব বলে।
আমি দিগন্ত জোড়া মাঠ-পানে চেয়ে থেকেছি ,
ঘাসের গালিচায় তোমার আসন ভেবে।
আমি নিরবধি কল্পনায় মেতে উঠেছি ,
কল্পনার রাজ্যে তোমার আবাস ভেবে।
আমি অবশ্যম্ভাবী নিদ্রা বিসর্জন দিয়েছি ,
তোমার সান্যিধ্যে আছি ভেবে।
আমি কন্টকময় পথকে পাড়ি দিচ্ছি
তুমি মোর সাথী হবে ভেবে।
জীবনের বাকিটুকু পথও পাড়ি দেব
শুধুই তোমাকেই ভালবেসে।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




