কর্মে-মন্ত্রে দীক্ষা নিতে আগুয়ান হয়েছে বীর।
শৌর্য-বীর্য ধ্যান ও জ্ঞানে মহান জাতীর অঙ্গীকার ,
রচিছে ইতিহাস মুক্তির শৃঙ্খলে পরাভূত হানাদার।
শহীদ তিতুমীর, প্রীতিলতা, কল্পনা ও মাষ্টার দা,
পথের দিশা দিল যারা পলাশের রং-সম স্বাধীনতা।
বাঙ্গালী ও বাংলা মায়ের রফিক,শফিক, সালাম, বরকত
শাষন-শোষনের যাতাকলে ফেলবে, আছে কার হিম্মত ?
মায়ের ভাষা প্রানের ভাষা আজন্ম লালিত ধারা ,
জারি-সারী আর বাউলের গানে হয়েছি পাগল পারা।
দুখিনি মায়ের অশ্রু ঝরানো দুখিনী বর্নমালা ,
তার-ই পথ ধরে স্বাধীনতা এল দূরীভুত শতজ্বালা।
বাংলার চাষী, বাংলার মুটে আপামর জনতা ,
অনাগতকালে লড়বে নাশিতে পাপ-তাপ আর ভীরুতা।
জন্মেছি মোরা নব প্রজন্ম, মৃত্যুঞ্জয়ীর উত্তরসূরী ,
শপথ নিয়েছি বজ্র মুঠিতে করব জয় এ যক্ষ্মপুরী !!!
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৯ দুপুর ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




