আমরা
অনেকেই ইসলাম ধর্ম নিয়ে কথা বলি। লেখা লিখি করি। অনেক অবান্তর মন্তব্যও
করে থাকি। কোন বিষয়ে কিছু বলতে হলে সে বিষয়ে প্রচুর জ্ঞান থাকা দরকার।
শুধু জ্ঞান থাকলেই হবে না নিয়মিত চর্চা বা আমল করা দরকার । আর ইসলাম
ধর্মের ক্ষেত্রে জ্ঞান, নিয়মিত চর্চা এবং আমল না থাকলে সে কখনও মোমিন বা
ইমানদার হতে পারবে না। আর মোমিন বা ইমানদার ব্যক্তি কখনো কাজে, কর্মে চিন্তা -ভাবনায়, বাক্যে বিভ্রান্তি ছড়াবে না।
আমাদের দেশে যে ইসলাম চর্চা হয় তা কতটুকু সঠিক ভাবে মানা হয় তা দেখা দরকার। যারা ইসলামের ধারক বাহক হিসাবে পরিচিত তারা কতটুকু ধর্ম মানে তাও দেখা দরকার। পৃথিবিতে প্রত্যেক জাতি প্রত্যেক ব্যক্তি কোন না কোন ধর্মের উপর প্রতিষ্ঠিত। তারা সকলেই তাদের নিজ ধর্মকে ভালবাসে এবং শ্রদ্ধা করে। তারা কখনই নিজ নিজ ধর্মের বিষয়ে বিরুপ মন্তব্য করে না। কিন্তু ইসলাম ধর্মের ক্ষেত্রে নিজ ধর্মের লোকেরাই বিরোধিতার চরম শিখরে অবস্হান নেই। তারা ধর্মে প্রকৃত সত্য যাচাই বাছাই না করে না বুঝে বিরুপ মন্তব্য করে বসে। কেউ যদি তার পিতা মাতার ব্যাপারে খারাপ মন্তব্য করে তবে অন্য লোকের মুখে তাদের ব্যাপারে খৈ ফুটবে নিঃসন্দেহে। তেমনি ভাবে নিজ ধর্মের বিষয়ে বিরুপ কোন মন্তব্য করাটাও মূর্খের মত কাজ হবে। আমাদের দেশে ধর্ম নিয়ে যারা বাড়া বাড়ি করে তারা কারা ধর্মকে কতটুকু মানে। একটু খেয়াল করে দেখলে বুঝা যাবে তারা আসলে ধর্মকে কেউ কেউ নিজ স্বার্থে ব্যবহার করছে। কেউ বা অন্ধের মত ব্যবহার করছে। প্রকৃত চর্চাকারীকে খুজে পাওয়া মুশকিল। বর্তমান মিডিয়ার যুগে নকল আর ভেজাল যারা তারাই সামনে আসছে। তাদের নিয়েই গুনঞ্জন হচ্ছে। ভেজাল নিয়েই ব্যস্ত আসল পাচ্ছেটা কে? কিছু মানুষ আছে যারা এই ভেজাল মানুষগুলিকেই ইসলাম ভেবে বিরোধিতার ঝড় তুলে ভেজাল মানুষগুলিকে বড় কিছু বানিয়ে দিচ্ছে। মনে রাখা দরকার ধর্ম আর মানুষ এক না। মানুষ দিয়ে ধর্মকে বিচার করবেন না। মানুষকে চিন্তে হলে ধর্ম দিয়েই চিনতে হয় । কারণ প্রতেক মানুষের মধে কোন কোন ভাবে ধর্মীয় অনুভূতি অল্প হলেও বিরাজ করে। একটু গভীভাবে চিন্তা করে দেখুন মানুষ যখন মৃত্যূ বরণ করে তখন তাকে নিজ ধর্ম অনুযায়ী প্রয়োজনীয় কাজগুলি সমাধা করা হয়। কাজেই মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে মানুষের মনে কষ্ট দিবেন না । বরং কেউ ধর্ম সম্পর্কে ভূল তথ্য উপস্থাপন করলে পুরো ধর্মকে খারাপ না বলে ভূল তথ্য প্রদান কারীকে চিহ্নিত করে তার ভুল সংশোধন করার চেস্টা করি ।আমরা
অনেকেই ইসলাম ধর্ম নিয়ে কথা বলি। লেখা লিখি করি। অনেক অবান্তর মন্তব্যও
করে থাকি। কোন বিষয়ে কিছু বলতে হলে সে বিষয়ে প্রচুর জ্ঞান থাকা দরকার।
শুধু জ্ঞান থাকলেই হবে না নিয়মিত চর্চা বা আমল করা দরকার । আর ইসলাম
ধর্মের ক্ষেত্রে জ্ঞান, নিয়মিত চর্চা এবং আমল না থাকলে সে কখনও মোমিন বা
ইমানদার হতে পারবে না। আর মোমিন বা ইমানদার ব্যক্তি কখনো কাজে, কর্মে চিন্তা -ভাবনায়, বাক্যে বিভ্রান্তি ছড়াবে না।
আমাদের দেশে যে ইসলাম চর্চা হয় তা কতটুকু সঠিক ভাবে করা হয় তা দেখা দরকার। যারা ইসলামের ধারক বাহক হিসাবে পরিচিত তারা কতটুকু ধর্ম মানে তাও দেখা দরকার। পৃথিবিতে প্রত্যেক জাতি প্রত্যেক ব্যক্তি কোন না কোন ধর্মের উপর প্রতিষ্ঠিত। তারা সকলেই তাদের নিজ ধর্মকে ভালবাসে এবং শ্রদ্ধা করে। তারা কখনই নিজ নিজ ধর্মের বিষয়ে বিরুপ মন্তব্য করে না। কিন্তু ইসলাম ধর্মের ক্ষেত্রে নিজ ধর্মের লোকেরাই বিরোধিতার চরম শিখরে অবস্হান নেই। তারা ধর্মে প্রকৃত সত্য যাচাই বাছাই না করে না বুঝে বিরুপ মন্তব্য করে বসে। কেউ যদি তার পিতা মাতার ব্যাপারে খারাপ মন্তব্য করে তবে অন্য লোকের মুখে তাদের ব্যাপারে খৈ ফুটবে নিঃসন্দেহে। তেমনি ভাবে নিজ ধর্মের বিষয়ে বিরুপ কোন মন্তব্য করাটাও মূর্খের মত কাজ হবে। আমাদের দেশে ধর্ম নিয়ে যারা বাড়া বাড়ি করে তারা কারা ধর্মকে কতটুকু মানে। একটু খেয়াল করে দেখলে বুঝা যাবে তারা আসলে ধর্মকে কেউ কেউ নিজ স্বার্থে ব্যবহার করছে। কেউ বা অন্ধের মত ব্যবহার করছে। প্রকৃত চর্চাকারীকে খুজে পাওয়া মুশকিল। বর্তমান মিডিয়ার যুগে নকল আর ভেজাল যারা তারাই সামনে আসছে। তাদের নিয়েই গুনঞ্জন হচ্ছে। ভেজাল নিয়েই ব্যস্ত আসল পাচ্ছেটা কে? কিছু মানুষ আছে যারা এই ভেজাল মানুষগুলিকেই ইসলাম ভেবে বিরোধিতার ঝড় তুলে ভেজাল মানুষগুলিকে বড় কিছু বানিয়ে দিচ্ছে। মনে রাখা দরকার ধর্ম আর মানুষ এক না। মানুষ দিয়ে ধর্মকে বিচার করবেন না। মানুষকে চিন্তে হলে ধর্ম দিয়েই চিনতে হয় । কারণ প্রতেক মানুষের মধে কোন কোন ভাবে ধর্মীয় অনুভূতি অল্প হলেও বিরাজ করে। একটু গভীভাবে চিন্তা করে দেখুন মানুষ যখন মৃত্যূ বরণ করে তখন তাকে নিজ ধর্ম অনুযায়ী প্রয়োজনীয় কাজগুলি সমাধা করা হয়। কাজেই মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে মানুষের মনে কষ্ট দিবেন না । বরং কেউ ধর্ম সম্পর্কে ভূল তথ্য উপস্থাপন করলে পুরো ধর্মকে খারাপ না বলে ভূল তথ্য প্রদান কারীকে চিহ্নিত করে তার ভুল সংশোধন করার চেস্টা করি ।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০০৮ দুপুর ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




