ক্রোমোজম 1 সাধারন ক্রোমোজমের দ্্বিগুন জিন ধারন করে। 3141টি জিন সম্বলিত এই ক্রোমোজমটির দখলে মানুষের জেনেটিক কোডের 8%, আর এটি আলঝাইমার আর পার্কিনসনস ডিজিজ সহ প্রায় 350 রোগের সাথে সম্পর্কিত।
বিখ্যাত নেচার পত্রিকা ক্রোমোজম 1 এর সিকোয়েনস অনলাইনে প্রকাশ করে। উল্লেখ্য, 150 ব্রিটিশ ও আমেরিকান বৈজ্ঞানিকের 10 বছরের নিরলস চেষ্টায় মানুষের জেনেটিক কোডের সম্পুর্ন সিকোয়েনসিং এর কাজ শেষ হয়।
এই সাধু প্রয়াসের ফল মানবকল্যানে কিভাবে কাজে আসে সেটাই এখন দেখবার বিষয়..
[লিংক=যঃঃঢ়://ঃড়ফধু.ৎবঁঃবৎং.পড়স/হবংি/হবংিঅৎঃরপষব.ধংঢ়ী?ঃুঢ়ব=ংপরবহপবঘবংি্ংঃড়ৎুওউ=2006-05-17ঞ175734তথ01থখ16646847থজঞজটকঙঈথ0থটঝ-ঝঈওঊঘঈঊ-ঈঐজঙগঙঝঙগঊ.ীসষ]মূল প্রবন্ধ রয়টার্স থেকে[/লিংক]
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০০৬ রাত ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




