ভারত আশা করছে 2008 সালে তারা চাঁদে মানুষহীন স্পেসক্রাফট পাঠাতে সফল হবে।
গত মে মাসে নাসার চিফ গ্রিফিন বাঙ্গালোরে ইসরোর সদর দপ্তরে হানা দেন, ইসরোর প্রধান মাধবন নায়ারের সাথে সাক্ষর করেন এক যুগান্তকারী চুক্তিতে।
ভারতীয় স্পেসক্রাফট "চন্দ্রায়ন-1" আগামী 2008 এর শুরুতে শ্রীকোটা থেকে উৎক্ষেপন করা হবে। তবে আগামী আট বছরে ভারতীয়রা নাসার মিশনে যাত্রী পাঠাতে পারছেন না, কারন গ্রিফিন বলেছেন "সিট খালি নাই"..
হুমম.. ইন্ডিয়া কি করা বাদ রাখল সেটাই এখন জানা দরকার..
[link|http://news.bbc.co.uk/2/hi/south_asia/4753951.stm|Z_
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০০৬ দুপুর ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




