আমাদের অনেকের http://www.blogspot.com এ একাউন্ট আছে। তো দেখে থাকবেন যে এড্রেসবারে ব্লগের এড্রেসের বাম পার্শ্বে B লিখা আছে । যেমন রংমহলের এড্রেসের পার্শ্বে সু-দৃশ্য একটা আইকন আছে। আমরা ইচ্ছা করলেই নিজের blogspot থাকা একাউন্টের B লিখা আইকন টি চেন্স করতে পারি। তো শুরু করে দেয় কাজ ..
১. প্রথমে আপনার পছন্দের ( ৩০ প্রস্থ ×৩০ উচ্চতা ) jpeg. ইমেজ তৈরি করুন আমি এটা ব্যবহার করেছি -

২. ইমেজ টি এখানে বা আপনার পছন্দের জায়গায় আপলোড করুন এবং লিংকটি সংগ্রহ করে রাখুন
৩.আপনার ব্লগার একাউন্টে লগইন করুন
৪.ড্যাশবোর্ড থেকে লেআউট এ যান
৫.Edit HTML নির্বাচন করুন
৬. ফায়ারফক্স এ থাকলে ctrl+F চাপুন এবং নিচের কোড টুকু কপি পেষ্ট করুন.. ইন্টার চাপুন
৭. কোডটি পেয়ে গেলে ইন্টার চেপে নিচের লাইনে এই কোড টুকু কপি পেষ্ট করুন
বিঃ দ্রঃ xxxxxxxxxx এর জায়গায় আপনার ইমেজ এর লিংক দিতে হবে
৮. save template বাটনে ক্লিক করুন
৯. এবার আপনার ব্লগে ঘুরে আসুন...
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




