কিছু কিছু মানুষ আছে যারা কারনে অকারনে খুব বেশি কথা বলে।তাদের কথা যেন কখনই শেষ হবার নয়।।অফুরন্ত কথার মাঝে নিজেকে সবসময়ই ব্যস্ত রাখার চেষ্টা করে।খুব বেশি কথা বলাটা যেন তাদের কাছে একটা আর্ট। কথার জাদু দিয়ে তার আপনজনদের সবসময় মাতিয়ে রাখে।অথচ এত কথার মাঝে সেই মানুষটার ভেতরের কিছু কষ্টের কথা সবসময়ই আড়ালে থেকে যায়।তার ভালো থাকার এই অভিনয়ের মাঝে কোন কষ্ট লুকিয়ে আছে সেটা অনেক কাছের মানুষজন ছাড়া কেওই কখনও বুঝতে পারেনা।
একটা সুন্দর হাসি দিয়ে হাজারো মানুষকে আপন করে নেয়া যায়।এই হাসি দিয়েই মানুষের খুব কাছাকাছি চলে যাওয়া যায়। কিছু মানুষ আছে যারা এই ভূবন ভোলানো হাসি দিয়েই তার সমস্ত কষ্টকে অনেক অনেক দূরে পাঠিয়ে দিতে চায়।এই হাসিটা যেন তাদের কাছে একটা ঢালের মত।মনের সব দুঃখকে এই হাসির আড়ালেই লুকিয়ে রাখতে রেখে অবিরাম সুখের মাঝে ডুবে থাকার কতইনা ব্যর্থ চেষ্টা করে।
কিন্তু এ ধরনের মানুষগুলো হঠাত করেই যদি কথা বলা অনেক বেশি কমিয়ে দেয়,হাজারো হাসির কথা শুনার পরও যদি হেয়ালী করে মুচকী হেসে নিশ্চুপ হয়ে যায় তখন তার চেহারার মাঝে স্পষ্টই ফুটে উঠে তার ভেতরের অনেক গভীরে আটকে থাকা চাপা কষ্টের প্রতিচ্ছবি।যে কষ্টগুলোকে সে শত চেষ্টার পরও এক বিন্দুও দূর করতে পারেনা।অথচ এই সীমাহীন কষ্টগুলো প্রতিনিয়তই তাকে চাবুকের মত আঘাতের পর আঘাত করে ক্ষত বিক্ষত করে তুলছে।আর সেই মানুষটি অসহায়ের মত এই আঘাত গুলো শুধু দাঁতে দাঁত চেপে সহ্য করে যাওয়া ছাড়া আর কিছুই করার থাকেনা।
হায়রে নিয়তি!! হায়রে নিষ্ঠুর ভাগ্য !!অনেক সময় প্রিয় মানুষদের জন্য অনেক কিছু করার ইচ্ছা থাকলেও কোন কিছুই করার ক্ষমতা থাকেনা।যদি সেই ক্ষমতাটা থাকতো তাহলে তার মনের গহীনে পালন করা স্বপ্নটাকে তার হাতের মুঠোয় এনে দিয়ে বলতাম- '....আর নকল হাসি দিয়ে ভালো থাকার অভিনয় করার প্রয়োজন নেই।এবার তোর স্বপ্নটাকে নিয়ে সুখে থাক............'
প্রিয় মানুষ বা কাছের মানুষ অথবা অনেক বেশী আপন মানুষরা কেমন আছে সেটা কখনই জিজ্ঞেস করার দরকার পড়েনা,তাদের চোখই বলে দেয় তারা কেমন আছে।তাদের দিনগুলো কেমন কাটছে কখনই জিজ্ঞেস করার দরকার পড়েনা,তাদের কথার মাঝেই ফুটে উঠে তাদের সুখ দুঃখের গল্পগুলো।
উৎসর্গঃ পছন্দের মানুষগুলোর তালিকা সবসময়ই অনেক বেশি বড় হয়।আর ধীরে ধীরে সেই তালিকা প্রিয় মানুষ,আপন মানুষ আর কাছের মানুষদের ভেবে ক্রমান্বয়ে তা ছোট হয়ে আসে।আগে যেই মানুষটা কথায় কথায় খুব বেশি রাগাতো,সারাদিন খোচাতে পছন্দ করতো,আর তাকে রাগাতে গেলে সবসময়ই ব্যর্থ হতাম।এই মানুষটা সাথে আজ আর আগের সেই মানুষটার কোন মিল নেই।কিছু কিছু ঘটনা মানুষকে অনেক বেশি বদলে দেয়।বদলে দেয় তার পুরো জীবনকে।এলোমেলো করে দেয় তার সাধের সাজানো স্বপ্নকে।
তোকে কিছু বলার নাই শুধু একটা কথাই বলবো কথা ভালো থাকিস।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




