পথে বিচ্ছিন্ন অবস্থায় ফেলে দিয়েছি
আমার সমস্ত অর্জন।
এখন শুধু কাতরতা
শুধু নিস্ফল ভাবনা
আর নিজেকে তিরস্কার।
আচ্ছন্ন হয়ে আসছে যেন সমস্ত পৃথিবী।
রাতের অন্ধকার মনে হচ্ছে আমার সমস্ত সত্তাকে
ঘিরে ফেলছে।
আমি ফিরে পেতে চাই
আমার সমস্ত কিছু
কেউ কি আছো ?
কেউ কি ভাববে
আমাকে নিয়ে?
ফিরিয়ে দেবে আমার সমস্ত হারানো.....................
************************************
আমি কিন্তু কবি নই, কবি হতেও চাই না।
আমি শুধু জানতে চাই কবিকে, কবির কবিতাকে।
কবি তুমি অবিনশ্বর হও।
তুমি বেঁচে থেকো সবার ভালোবাসায়।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




