সবাইকে ঈদ মোবারক, দেখতে দেখতে ঈদের দিনটা পার হয়ে গেলো, কিভাবে যে গেলো কিছুই বুঝতে পারলাম না। ঈদের আগের দিনগুলোর কথা ভাবি, সামনে ঈদ এই আনন্দে মনটা ভরেছিলো ঈদের আগ পর্যন্ত কিন্তু ঈদ আসলো আবার চলেও গেলো। মনে যে আনন্দের রবটা ছিলো সেটার অভাব কিন্তু পুরণ হলো না। কি জানি কেনো ? হয়তো বয়সের সমস্যা! বড় হয়েছি তো তাই হয়তো! এখন সত্যি সত্যিই মনে হয়, অনেক বড় হয়ে গেছি তানা হলে ছেলেবেলার মতো অতো আনন্দ করতে পারি না কেনো। আহ্ ভাবতেই লোভ জেগে ওঠে, ছেলেবেলায় কতই না মজা করেছি ঈদের দিন, ঈদের পরের দিন। আর এখন সেই দিনগুলো শুধুই স্মৃতি। যদি পারতাম তো আবার ছোট হয়ে সেই আনন্দগুলো লুফে নিতাম, জানি সেটাও আর সম্ভব নয়। এটাই প্রকৃতির নিয়ম। ভালো লাগে না কিছু, কেনো বড় হলাম? কেনো সেই দিনগুলো আর ফিরে পাবো না।
যাই হোক, বড় হতেই হবে। অতীতের দিনগুলো হারাতেই হবে। তারপরও সামনে এগিয়ে যেতে হবে ঠিক ততটুকুই আনন্দ নিয়ে। আশা করছি সবারই ঈদ ভালো কেটেছে। আগামী দিনগুলোও সবার ভালো কাটুক, এই কামনাই করছি।
সবাইকে একটা বিষয়ে সবাইকে অনুরোধ করবো........
আসুন সবাই যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে আন্দোলন গড়ে তুলি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




