তিন শয়তানের কীর্তিকলাপ
১ম দৃশ্য
অন্ধকার
কন্ঠ ফায়ার।
আলো
কন্ঠ সুধী সমাজ, দেখুন ইতিহাসের কাঠগড়ায় তিনজন। আজ, এই মুহূর্তে এদের হত্যা করা হবে। সময় এদের ক্ষমতা করে নি। সময় কাউকে ক্ষমা করে না। হাজার বছর আগেও করেনি। কালও করবে না। আমাদের স্বপ্নে ঘেরা এই দেশকে এরা নরকে পরিণত করেছে। বাবাকে হত্যা করেছে, মা-কে হত্যা করেছে, ভাই-বোন, সন্তান, বন্ধু, প্রিয়জন, বৃদ্ধ, শিশু-কিশোর কাউকেই এরা ক্ষমা করেনি। তাই আজ এরা কাঠগড়ায়। এদের এখনই হত্যা করব। দয়া, মায়া, ক্ষমা আজ অর্থহীন। কেন? দেখুন....
২য় দৃশ্য
১ম শয়তান Black dog. Where is my black dog? Without black dog ফড়ম মেরা দেমাগমে কুছ নেহি আতা।
২য় শয়তান স্যার আপকা ইয়া হালত।
১ম শয়তান O! My sweet darling. মেরে গোলাম। গোলাম আমযম। তোমকা কেয়া খবর হ্যায় ইয়ার?
২য় শয়তান হুজুর আপকা গোলাম আচ্ছা হ্যায়। আপকা রহমত হে, শুকরিয়া স্যার।
১ম শয়তান Good, good বহুত আচ্ছা.......তো তোম ইঁয়াহা কিছলিয়ে?
২য় শয়তান আপকা খেদমত কে লিয়ে আয়াহু।
১ম শয়তান Good, very good. Bring my bottle.
(বোতল আনা হলো। গ্লাসে সুরা ঢালা হচ্ছে)
১ম শয়তানOh! My sweet, sweet, swetest darling. My Black dog.
২য় শয়তান হুজুর আপ খুশ হ্যায়।
১ম শয়তান হা!হা! তোমতো কামকা আদমী হো! সুরা! ডরহব! মদ! কি খাবে নাকি?
২য় শয়তান হুজুর, আপ বাংলা মে বাত করতা হ্যায়।
১ম শয়তান হা!হা! তোমতো Language Soldier ! ভাষা সৈনিক হোকের ভি কেয়া করা Killing!Rape! Plunder! Great Pleasure! বহুত মজা!হা!
২য় শয়তান নেহি নেহি।
১ম শয়তান কেয়া? নেহি করা।
২য় শয়তান নেহি, হুজুর।
১ম শয়তান কর নেকা সাধ তো হ্যায়?
২য় শয়তান ইয়ে তো হ্যায়। স্রেফ মেরা নেহি। মেরা সাথ মেরা পার্টিকা ভি হ্যায়।
১ম শয়তান তোম হারা পার্টি.............?
২য় শয়তান Yes, , স্যার। যমে হাতে ইসলাম পার্টি।
১ম শয়তান গোলামে আমযম।
২য় শয়তান জে আপকা গোলাম। খোদার গোলাম কা যম।
১ম শয়তান O! darling! You are really great. My sir must like you.
২য় শয়তান আপকা ভি স্যার! ও কৌন হ্যায়। আমেরিকা, নিক্সন, কিসিঞ্জার......
১ম শয়তান তোম নেহি জানতা? নেহি চিনতা? তাজ্জব কা বাত?
২য় শয়তান মেরা তো আপই হ্যায় স্যার। লেকিন আপকা স্যার!! উনকা নাম কেয়া হ্যায়?
১ম শয়তান নাম হ্যায় ইবলিশ! Honour my sir.
২য় শয়তান Big Boss ইবলিশ জিন্দাবাদ!!
Big Boss ইবলিশ জিন্দাবাদ!!
Big Boss ইবলিশ জিন্দাবাদ!!
৩য় দৃশ্য
(৩য় শয়তান টিকিয়া খাচ্ছে। ২য় জনের প্রবেশ)
২য় শয়তান সেলাম হুজুর, টিকিয়া খান।
৩য় শয়তান কে? ও তোম। The great Golam Amzam.কেয়া বাত?
২য় শয়তান হুজুর আজ বড় স্যার এর সহিত মিলন হইল। মনটা প্রফুল্ল।
৩য় শয়তান বাংলামে কেয়া বলতা হো। মালাউনকা language মে talk করাতা
২য় শয়তান Sorry, Sorry দিলতো বুহত খুশ হ্যায়। So মা কা language ভি ইয়াদ হো তা।
৩য় শয়তান দিল খুশ হ্যায়! বড় স্যারকা সাথ মিলা তো দিলমে সুখ হোতা। অর মেরা সাথ মিলা তো দিলমে দুখ হোতা কেয়া?
২য় শয়তান নেহি নেহি। আভিভি মে খুশ হো। বহুত খুশ।
টিকিয়া খান জিন্দাবাদ!
টিকিয়া খান জিন্দাবাদ!
টিকিয়া খান জিন্দাবাদ!
৩য় শয়তান তোমতো পলিটিকস কোরতা। পার্টিকা কেয়া হালত?
২য় শয়তান যমের হাতে ইসলাম হ্যায় মেরা পার্টি কা নাম। আপকা soldiers কি সাথে বহুত ভাব হ্যায়।
৩য় শয়তান ভাব হ্যায়। তোম হামহারা খুশিকা লিয়ে কেয়া কারা?
২য় শয়তান বহুত কাম। অনেক করেছি।
৩য় শয়তান বাতাও। ঠিক হ্যায়। বেঙ্গলিমেই বোলো। মালাউনকা language বেঙ্গলি।
২য় শয়তান আমার পাকিস্তানি সৈনিক ভাই, আপনের লোক উনারা পথঘাট
চেনে না। পানি দেখলে ডরায়। হাম হার পোলাপানরা তেনাদের পথ চিনায়। তেনারা গ্রামে গ্রামে যায় আর আগুন দিয়া পুড়ায়। বহুত মজা!
৩য় শয়তান Soldiers কা পয়লা কাম Killing? I want to know about killing বিচ্ছু কা খুন করতা সাকতা। Intellectual কা গুম করতা।
২য় শয়তান হুজুর কা দোয়া মে ও ভি সাকতা। জোয়ান জোয়ান পেলাগো মার মারকে খতম কর দিতা। লাইন করকে ফায়ার করতা। বহুত মজা। অর Intellectual কা বাত। ওভি হ্যায়। মেরা রাজাকার, আল বদর, আল শামস্ মিলাকা list বানায় হ্যায়। সরকো খতম করুঙ্গে। মেরা নাম গোলাম আমযম।
৩য় শয়তান অর ঝিক ঝিক কা বাত। ঝিক ঝিক ঝিক ঝিক।
২য় শয়তান ও ভি মৌজ হ্যায়। দুলাকা সামনে দুলন্, ভাইকা সামনে ভইন, বাপ কি সামনে লাড়কি, বেটে কি সামনে মা। হুজুর আপ না দেখা তো একিন নেহি করেগা।
(১ম জনের প্রবেশ)
১ম শয়তান My dear fellow. Hello Pakistanতোম দোনো ভি হ্যায়। এক পাকিস্তানি এক বাঙ্গালি।
২য় শয়তান হুজুর গোস্তাফি মাফ করে গা। মে বাঙ্গালি নেহি হু। মে হু খাশ দিলমে পাকিস্তান। মেরা দিলকা কলেজে কা টুকরা হ্যায় পাকিস্তান। বাঙ্গালি সব হো মালু। মালাউন।
৩য় শয়তান ঠিক বলতা। একসো ভাগ ঠিক। ইয়ে মেরা বহুত পসন্দ কি বান্দা হ্যায়।
১ম শয়তান কৌন? ইয়ে গোলাম আমযম।
৩য় শয়তান Excellent.
২য় শয়তান হুজুর ইবলিশ জিন্দাবাদ!
হুজুর ইবলিশ জিন্দাবাদ!
হুজুর ইবলিশ জিন্দাবাদ!
১ম শয়তান So, আব অউর ডরনে কি কৌই বাত নেহি হ্যায়।
২য় শয়তান নেহি হুজুর ডর কি কৌন বাত নেহি হ্যায়।
৩য় শয়তান হা! হা! বাঙগালি খতম!
১ম শয়তান East মে অউর Rain নেহি হ্যায়। পানি সে ডর নেহি হ্যায়। আব সে উধার মে স্রেফ Black dog থাকে গা। স্রেফ black dog.
২য় শয়তান বিচ্ছু নেহি! Intellectual নেহি! কৌন নেহি। স্রেফ হুজুর হ্যায়। হুজুর হ্যায়। হুজুর কা এ খাদিম হ্যায়। মালাউন নেহি। যম কা হাত মে ইসলাম হ্যায়। হা! হা! হা!
১ম শয়তান Butcher তোম কা কেয়া খবর? খামোশ কিউ? কুছ বাত নেহি করতা। তোমকা ভেলকি মে সব বাঙগালি খতম। You are really horrible তোম তো সব কুছ টিপ টপ কর দিয়। তোমকো ‘টিপ্পা খান-ই-পাকিস্তান’ খিতাব মিলা।
৩য় শয়তান Thanks
১ম শয়তান আব My dear friendগু তোম হারা কাম যে হাম খশি হ্যায়। তোম কো- গোলাম-ই-ওয়েস্ট যম-ই-ইস্ট’ খিতম দিতাহু।
২য় শয়তান শুকরিয়া! সকল শুকরিয়া মেরা হুজুর কা! আপ হি মেরা দিল। আপ হি মেরা জান! মে আপই কা গোলাম হু।
১ম শয়তান Now it’s time for cheer up. My black dog. Where is my black dog? Bring my bottle.
(কম্পন। অন্ধকার)
[প্রবেশ: সাদা ও লাল শাড়ি পরিহিত মহিলাদ্বয়, রক্তাক্ত যুবক, গায়ক, চশমা চোখে ব্যক্তি ও শিশুর দল]
শিশুর দল মার লেঙ্গি। লেঙ্গি মার।
রক্তাক্ত যুবক আগুন। আগুন।
চশমা চোখে ব্যক্তি Stop genocide.
মহিলা (লাল শাড়ি) আমার কি অপরাধ? ওই শয়তানের দল বল? আজ তোদের কাউরে ছাড়ব না? জবাব দে?
মহিলা (সাদা শাড়ি) আমার স্বামী সন্তান কোথায়?
গায়ক জাগো। জাগো নাগিনীরা জাগো। জাগো।
২য় শয়তান নাউযবিল্লাহ। আস্তাগফুরুল্লাহ বেপর্দা জেনানা। বাগ বাগ।
মহিলা (লাল শাড়ি) চোপ।
২য় শয়তান কুল্টার সাহস কত? কিসের এত গরম? তোর ইজ্জত নাই। তুই পাপী। ভাগ, ভাগ।
মহিলা ( লাল শাড়ি) আমি পাপী?! পাপ কারে কয়? আমারে ছুঁইতে তোদের পাপ হয় না? মিলিটারিগো পাপ হয় না? আমি কাউরে ছাড়ুম না।
১ম শয়তান (চিৎকার) What is this? মেরা দেমাগমে কুছ নেহি আতা। ইষধপশ ফড়ম.
চশমা চোখে ব্যক্তি ওরে পাপী। আজ তোমার বিচার করব। জনতা জেগেছে।
গায়ক বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা।
(শিশুর দল এগিয়ে আসবে)
শিশুর দল আজ কাউরে ছাড়ব না। মার লেঙ্গি। মার লেঙ্গি।
১ম শয়তান দোহাই লাগে। ল্যাটরিনে যাইতে দে। ব্লাডার ফাইটা যায়। My black dog! Oh! My lovely liquid! তুই আমারে ডুবালি। মেরা দেমাগমে কুছ নেহি আতা। মেরা ব্লাডার ফাট গিয়া।
শিশুর দল হা! হা! হা! তোমার প্যান্টই ভিজা গেছে। মুইতা দিছিস। হা! হা! হা!
২য় শয়তান হুজুর আপকা ইয়া হালাত। বহুত শরম কি বাত।
১ম শয়তান চোপ! পথ বাইর কর। ফন্দি কর।
২য় শয়তান হুজুর বাংলা মে বাত করি। এই তে যদি খুশি হয়। ও ভাই আমি ভাষা সৈনিক। তোমার গান আমিও গাই। আমার ভাই কা খুন মে..........আউ। আউ। বাংলা বাইর নেহি হোতা।
মহিলা (সাদা শাড়ি) তুমি মায়ের ভাষা, মাটির সাথে বেঈমানি করেছ। তুমি মায়ের ভাষায় কথা বলতে পারবে না। তোমার সেই অধিকার নেই।
২য় শয়তান ভাই। মুছ কো ছোড় দো। আপতো রহঃবষষবপঃঁধষ সব কো বুঝান।
চশমা চোখে ব্যক্তি তোমাকে আজ ক্ষমা করলে তুমি আমাদের ছাড়বে না। আজকের মতো আরও কারো খুঁটি ধরে তুমি মাথায় উঠবে, জোট করে সরকার করবে তারপর আমাদের সর্বনাশ করবে।
শিশুর দল ক্ষমা নাই। ক্ষমা নাই। মার লেঙ্গি! মার লেঙ্গি!
মহিলা (লাল শাড়ি) ও রক্তাক্ত তরুণ ভাই। মার শয়তানরে।
গায়ক পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। রক্ত লাল রক্ত লাল রক্ত লাল.......তোমরা আমাকে মেরেছে, আমার গানকে থামাতে চেয়েছ।
রক্তাক্ত যুবক আমি গুলিবিদ্ধ। তোমরা আমার সারা শরীরে যন্ত্রণা দিয়েছে, চামড়া ছিলে ছিলে নির্যাতন করেছ...............ওরে টিপ্পা খান আজ আর তোর নয় আজ আমাদের দিন।
৩য় শয়তান চোপ। I’ll fire you all.
রক্তাক্ত যুবক তোমরা আমাদের কিছুই করতে পারবানা। তোমাদের মাতব্বরি যত নিরস্ত্রদের সাথে।
১ম শয়তান মার টিপ্পা। মার। মালাকো মার। মালাউনকো মার।
শিশুর দল চোপ শয়তান। ডরে মুইতা দেয় হে আবার কথা কয়।
২য় শয়তান হুজুর খতম কর দো। সবকো খতম র্ক দো।
চশমা চোখে ব্যক্তি আজ আমরা বোমা গুলির ঊর্ধ্বে। আমাদের তোমরা কিছুই করতে পারো না। কয়জনকে মারবে। এক লাখ, দুই লাখ.....দশ লাখ.......বিশ লাখ.....ত্রিশ লাখ। তবুও আমরা ছাড়ব না। লাশ হয়ে আসব।
মহিলা (লাল শাড়ি) কত মেয়েরে ধরবে। শয়তান। তোগো দিন শেষ।
গায়ক আজ আমি গান গাইব। শয়তান। জয়বাংলা বাংলার জয়/হবে হবে হবে , হবে নিশ্চয়/কোটি প্রাণ এক সাথে / জেগেছে অন্ধরাতে/ নতুন দিনের শিখার এইতো সময়।
মহিলঅ (সাদা শাড়ি) তোমরা শুধু নিরস্ত্রদেরই উপর আক্রমণ করতে পার। হত্যা, ধর্ষণ, লুট করে তোমরা বিজয়ী হতে পারবে না। আজ তোমাদের দিন শেষ। আমরা বিজয়ী।
(সকলে দল বেঁধে আসবে। তিন শয়তানকে ধরে নিয়ে যাবে)
শিশুর দল মার লেঙ্গি। মার লেঙ্গি। মার, মার।
(সমাপ্ত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




