আমারে কি করে দেব,আমি ক্ষুদ্র প্রান।
নাও তবে নিতে পার,সকলি তোমার
দান,চলিছে এ দেহ মন প্রান আমার,
করুনা তোমার;তোমারি দেয়া প্রেম,
বিরহ তোমার,যাতনা যা মোর বুক
সহে,সহিতেছ নিজে তা,নিজেরে লুকায়ে।
করেছ কত কি দান,যা দেখি সকলি মহান,
তোমারি স্বরূপ,যানি হে বিধাতা,বিশ্বরূপ।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




