somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

পথ হারানোর দায় কেবল আমারই

লিখেছেন অঅস্বাভাবিক এক মানুষ আমি, ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৫

যদি হারিয়ে যাই, জানবে স্বইচ্ছায় হারিয়েছি।
যাই ঘটুক চলবে জীবন, জয়গানের সুর না হারায়।

যদি পথের মাঝে পথ হারাই, জানবে স্বপ্নই জীবন;
স্বমহিমায় নিজেকে প্রতিষ্ঠিত করাকেই মুখ্য জ্ঞ্যান করে
চালাবে জীবন, থেমে যাওয়া মানেই হেরে যাওয়া।
যদি অবান্তর প্রশ্নের সম্মুখীন হতে হয়, যদি বান্ধব
সব অবান্ধবে পরিনত হয়, জানবে মনোবল একমাত্র
পাথেও, অবলম্বন নিজেই কেবল নিজের হওয়া... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১২০ বার পঠিত     like!

সময় মনে পৌছনোর

লিখেছেন অঅস্বাভাবিক এক মানুষ আমি, ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৩

আমি এখন যোজণ যোজণ দূরে,
ভাবনা ছাড়া পৌছনো অসম্ভব;
এখনি শ্রেষ্ঠ সময় মনের কথা,
অন্তত মনে পৌছনোর।

প্রায় নিঃশেষ হওয়া আবেগের
প্রোরচনায় নিজেকে প্রবাহিত করার
সময় এখন, এখনই সময়, ভেবে
ভেবে নিজেকে জানার;
নিজেই নিজের আস্থা হয়ে
নিজেরই সব দ্বিধা কাটিয়ে
দ্বন্দ্ব বিনাশের, মনের।

এখনি সময় মনে পৌছনোর,
এখনই সময়, শ্রেষ্ঠ সময়। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬১ বার পঠিত     like!

পৃথিবীই আমাদের স্বপ্ন

লিখেছেন অঅস্বাভাবিক এক মানুষ আমি, ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:৩১

পৃথিবীর প্রতিটি জীবন আলাদা,
আলাদা প্রতিটা চাওয়া, প্রত্যেকটা সম্পর্ক।
প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি যেমন আলাদা,
তেমনি আলাদা, দৃষ্টির ভাজে
ছড়িয়ে থাকা, প্রত্যেকটা স্বপ্ন।

কোথাও স্বপ্ন আসে, মরুভূমির বুকে
যাযাবর জীবন কাটানোর,
কোথাওবা, কৃষ্ণচূড়ার লালের
মাঝে হারিয়ে যাওয়ার।

কোথাও পাহাড় চড়ে, কোথাও
সাঁতরে পাড়ি দেয় অতল সমুদ্র।

কেউবা বিশ্বভ্রমন করে
ছোট্ট ডিঙ্গি বেয়ে,
কেউ থাকে চার দেয়ালের
অন্ধকারে মুখ লুকিয়ে।

কেউ চায় শিশির ছুতে,
কেউবা চায়, সাফল্যের
সিঁড়ি বেয়ে আকাশ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৯ বার পঠিত     like!

স্বপ্ন,ক্লান্তি, স্বপ্ন।

লিখেছেন অঅস্বাভাবিক এক মানুষ আমি, ০১ লা জুলাই, ২০১৬ সকাল ১০:৫৭

স্বপ্ন, জাগরন, ঘুম,
ক্লান্তি, বিনিদ্র রজনী।
মাথার ওপর বোঝার ভারের ভার,
যান্ত্রিক কোলাহল, দেয় ভুলিয়ে।

ঝুড়ির মাঝের ঘুম,
ডেকে আনে স্বপ্ন বিশাল,
কোলাহল যায় স্বপ্নে মিশে।

নতুন জামা, ফোকলা দাতের হাসি,
প্রখর রোদ্দুর, ঘুমপারানি গান।

বোঝার ভারে ঘার টন টন,
এতটুকু এদিক সেদিক,
হতে পারে মৃত্যুর পয়গাম।

মৃত্যুর ভয় নয়, আটপোরে শাড়ী,
লজ্জানত মুখ,
পুরোনো বৌয়ের নতুন রূপ।
কেপে কেপে চলা পা,
থামে, থামেনা।

ঘামে ভেজা শরীর,
ফুলেল... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     like!

পরাজিত এক সাধারন সৈনিক

লিখেছেন অঅস্বাভাবিক এক মানুষ আমি, ১৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৭

জীবন যেখনে উপন্যাস,
সেখানে আমি এক
পরাজিত সাধারন সৈনিক।

জয়ী হতে ভীষন ভয় হয়,
পাছে ইতিহাসের পাতায়
বন্দী হয়ে যাই,
পাছে বীর ভেবে কেউ
বড়ন করে নেয় হৃদয় মন্দিরে।
সব ভূল,সকল নোংরামী
ভূলে গিয়ে,যদি পৃথিবী আমায়
মহামানব ভেবে বসে।
যদি অকারনে কেউ তুলে দেয়
আকাশসম উচ্চতায়,
তাই জয়ী হতে ভীষন ভয় হয়।

একজন পরাজীত সাধারন সৈনিক আমি।
পরাজয়ে ভয় পাইনা,
ইতিহাসের পাতায় নাম থাকবেনা।

তবু ডঙ্কা বাজে,... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২১৫ বার পঠিত     like!

গন্তব্য

লিখেছেন অঅস্বাভাবিক এক মানুষ আমি, ১৭ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৬

হেটে হেটে এতটা পথ এসে
ভুলি সময়ের হিসাব।
ভুলি অন্যায় আবদার,ভুলি জীবনের খবর।
ভুলি অন্ধকার,ভুলি ধূলোর সমাহার।

এখনও খাদে পরিনি,
হয়ত পরে আছি।
হয়ত দীর্ঘ রাত্রী শেষ হয়না;
শুধু এক বিন্দু আলোর অপেক্ষা।

পাহাড় চরিনি কোনদিনও।
খাদ পেড়িয়ে বসন্ত,
কিংবা ভীষন বর্ষনে
মৃত্যুকূপে পরিনত হওয়া খাদ,
ঠিক পেরিয়ে যাবো
শ্রেষ্ঠতম আরোহির দক্ষতায়।

মুক্তির স্বাদ ঠিক পৌছে দেবে,
খেপে থাকা নদীর তীরে।

প্রমদতরী অপেক্ষায় নেই,
খুজে পেতে ঠিক... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৪১ বার পঠিত     like!

ছন্দ,দ্বন্দ

লিখেছেন অঅস্বাভাবিক এক মানুষ আমি, ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৮

বারন শুনিনা, মানিনা নিয়মের বেড়াজাল।
বাতাস আমি, চলি আপন ছন্দে,
তাই দেখে সব পরে গেল দ্বন্দে।

আমি শুন্য আধার পথের মাঝে
পথ চেয়ে পথ হাটি,
আমি কোলাহল, আমি নির্জনতা
ভালবাসাবাসি ভালবাসি।

আমি অলিক রতন, আনন্দ ভূবন
খুজে ফিরি স্বপ্নে,যা খুশি ভাবি,
আজন্ম সুখি, চলি নিজ ছন্দে।

আমি বিরক্তি, আমি আনন্দ,
আমি সেচ্ছাচারি প্রেমে হই মত্ত।
আমি মিথ্যা, আমি সত্যি,
আমি প্রেম, আমি মুক্তি।

আমি... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৭৩৫ বার পঠিত     like!

কাব্যে ঝড়া ছন্দ

লিখেছেন অঅস্বাভাবিক এক মানুষ আমি, ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৫

কে তুমি, কবে কোন কালে,
এসেছিলে, দিয়েছিলে দর্শন;
গেয়েছিলে গান মৃদুস্বরে;
আজো কানে বাজে।

কে তুমি, কোন কাব্যে ঝরা ছন্দ,
কোন মাদকতা, কোন সর্বনাশ,
কে তুমি অপরূপা, প্রেয়সী?

কে তুমি হে, কোন অগ্নিঝরা দিনে,
এসেছিলে, শুনায়েছো আশার বাণী।
জগায়েছো প্রেম, ঘুচায়েছো দ্বন্দ সকলি।

কে তুমি, চুপিসারে দিয়ে দেখা,
ছুঁয়ে গেলে, ছুয়ে গেলে মন প্রাণ,
ছুয়ে গেলে আজন্ম লালসা,
ছুয়ে গেলে, দিয়ে ভালবাসা। বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৪২২ বার পঠিত     like!

ছোয়া

লিখেছেন অঅস্বাভাবিক এক মানুষ আমি, ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৩

আমি ভাবি,তুমি কাদ একলা ঘরে,
আমি আছি সেচ্ছার নির্বাসনে।

তুমি চুল করে দাও এলোমেলো,
আমি থাকি চেয়ে, অপলকে।
তুমি ভূল করে নাও গোলাপ ফুল,
হাতে আমার রক্তজবার দূল।

তুমি থাক চেয়ে, নদীর দিকে,
আমি পথে ছুটি পথের টানে।
তুমি জাগো রাঙা প্রাতে,
আমার ঘূমহীন রাত কাটে।

তোমার বসত স্বপ্নের মাঝে,
আমি থাকি কল্পনাকে ঘীরে।
তুমি ছুয়ে যাও, দূরে,
আমি থাকি অপেক্ষাতে।

তাই,
হাতটা দিয়ে চেয়ে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৭ বার পঠিত     like!

চিঠি

লিখেছেন অঅস্বাভাবিক এক মানুষ আমি, ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২৫

অবাক লাগছে? তাতো লাগতেই পারে,
তাই অবাক হচ্ছ ভেবে অবাক হোয়ো না।
নাহয় অনেক গুলো বছর কেটেই গেছে
তাতে কি ভালবাসার কথা বিস্মৃত হয়!

সব্বাইকে লুকিয়ে কান্নার জোয়াড়
ঠেকানো যায় ঠিকই, তাই বলে কি
চোখটাও ঝাপসা হয়না কখনো সখনো?
না হয় নাইবা হল, ভীষন সুখের মাঝেও
কখনো কি দীর্ঘস্বাস গুলো বাধ ভাঙেনা?

যাযাবর জীবন নিয়ে সুখেই আছি,
ভাল থেকো, দুশ্চিন্তায়... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!

কলঙ্কীনি

লিখেছেন অঅস্বাভাবিক এক মানুষ আমি, ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪২

সে যে কলঙ্কীনি তাই,
যখন তখন, যেথায় সেথায়,
যে সে লোকে কলঙ্ক ছড়ায়।

সে যে কলঙ্কীনি তাই,
তার রাত বিরাতের স্বপ্নগুলোর
কোনোই মূল্য নাই।

সে ভাই কলঙ্কীনি তাই,
চোরায় বলে গল্পছলে"গভীর রাতে,
ফিরছি যখন হাটের থেকে
উকি দিয়ে ঘরের ভেতর তার
দেখি চলছে সেথায় রঙিন সব কারবার।"

সেতো কলঙ্কীনি ভাই,
তাই নাহি কেও সুধায়,
"হাট ভেঙেছে সন্ধা বেলায়,
গভীর রাতে হাটটা ভাই কোথায়?"

সে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮২ বার পঠিত     like!

স্বরূপ, বিশ্বরূপ।

লিখেছেন অঅস্বাভাবিক এক মানুষ আমি, ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৫

আমারে কি করে দেব,আমি ক্ষুদ্র প্রান।
নাও তবে নিতে পার,সকলি তোমার
দান,চলিছে এ দেহ মন প্রান আমার,
করুনা তোমার;তোমারি দেয়া প্রেম,
বিরহ তোমার,যাতনা যা মোর বুক
সহে,সহিতেছ নিজে তা,নিজেরে লুকায়ে।

করেছ কত কি দান,যা দেখি সকলি মহান,
তোমারি স্বরূপ,যানি হে বিধাতা,বিশ্বরূপ। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৯ বার পঠিত     like!

ভার

লিখেছেন অঅস্বাভাবিক এক মানুষ আমি, ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:০৮

আমার দুই কাঁধে দুই মাতাল,
আমি আস্ত আরেক মাতাল।

আলোর সাথে আমার খেলা,
ছন্দ আমার মিলন মেলা।
আমি বিপথ পানে ছুটি,
আমার নেইকো কোন জুটি।

আমার জুড়ি মেলা ভার,
আমি স্তব্ধ এক আধার।
আমি আধারের পণ,
আমার স্মৃতির দিন যাপন।

আমার দুই কাধের মাতাল,
আমায় করে বেশামাল।
আমি উন্মত্ত এক জলাশয়,
আমার সকলি সয়।

আমি চন্দ্রস্নাত রাতের আশায় আছি,
আমি প্রেম,অদ্ভুত, বেহিসাবি।

আমার সবুজ আলীক স্বপ্ন,
আমি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯২ বার পঠিত     like!

নীল দংশন

লিখেছেন অঅস্বাভাবিক এক মানুষ আমি, ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

মৃত্যুর তার কারন ছিল সবার জানা;
না মেনে সে সকল লোকের মানা,
গিয়েছিল একলা নিজেই কালকে রাতে,
ঝিলের মাঝের শাপলা বনের মাঝে।

হঠাৎ-ই তার খল-বলিয়ে কারন হাসার,
রহস্য নয়, জানা সবার।
পিছলে পরে কেমন করে কানাই সেবার,
হয়েছিল জব্দ ভীষন,ফন্দীটা তার।

আহা মরি অমন করে কাঁদতে আছে!
পাগলা ছেলে,অভীমানি, সবাই জানে।
দুই পয়সার খেলনা গেল ভেঙে,
তাই বলে কি অমন করে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     like!

নির্বাসন,নির্জনতা।

লিখেছেন অঅস্বাভাবিক এক মানুষ আমি, ১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৩

আজ নির্বাসনের দিন;
ঘরের কোনের অন্ধকারে
আজ মুক্তি খুজে নেব।

মুক্তির রঙিন আলো
দেব বিসর্জন।
বিসর্জনের আনন্দে
হব উদ্বেলিত,
উচ্ছাসের বহি:প্রকাশ
হবে মৌনতায়।

আজ নির্বাসনের দিন,
হারাব মৌনতা
আর নির্জনতায়।
বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪১ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪৭৭৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ