যদি হারিয়ে যাই, জানবে স্বইচ্ছায় হারিয়েছি।
যাই ঘটুক চলবে জীবন, জয়গানের সুর না হারায়।
যদি পথের মাঝে পথ হারাই, জানবে স্বপ্নই জীবন;
স্বমহিমায় নিজেকে প্রতিষ্ঠিত করাকেই মুখ্য জ্ঞ্যান করে
চালাবে জীবন, থেমে যাওয়া মানেই হেরে যাওয়া।
যদি অবান্তর প্রশ্নের সম্মুখীন হতে হয়, যদি বান্ধব
সব অবান্ধবে পরিনত হয়, জানবে মনোবল একমাত্র
পাথেও, অবলম্বন নিজেই কেবল নিজের হওয়া যায়।
পথ হারানোর দায় কেবল আমারই, জানবে স্বইচ্ছায়
হারায়েছি; জীবনের কোলাহলে ভীড়ে যেতে হয়।
সামর্থ্যকে ছোট করা বড় পাপ জানবে, জানবে
সৃষ্টি শুরুর লগ্ন থেকে শুরু করে যে হাজার কোটি
মানুষ জন্মেছে, তাদের ভেতরে তুমি সবথেকে আলাদা, সবথেকে দৃর তোমার সম্পর্ক ইশ্বরের সাথে।
হেরে হারাই, পথ হারানো পথিক আমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




