কে তুমি, কবে কোন কালে,
এসেছিলে, দিয়েছিলে দর্শন;
গেয়েছিলে গান মৃদুস্বরে;
আজো কানে বাজে।
কে তুমি, কোন কাব্যে ঝরা ছন্দ,
কোন মাদকতা, কোন সর্বনাশ,
কে তুমি অপরূপা, প্রেয়সী?
কে তুমি হে, কোন অগ্নিঝরা দিনে,
এসেছিলে, শুনায়েছো আশার বাণী।
জগায়েছো প্রেম, ঘুচায়েছো দ্বন্দ সকলি।
কে তুমি, চুপিসারে দিয়ে দেখা,
ছুঁয়ে গেলে, ছুয়ে গেলে মন প্রাণ,
ছুয়ে গেলে আজন্ম লালসা,
ছুয়ে গেলে, দিয়ে ভালবাসা।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




