স্বপ্ন, জাগরন, ঘুম,
ক্লান্তি, বিনিদ্র রজনী।
মাথার ওপর বোঝার ভারের ভার,
যান্ত্রিক কোলাহল, দেয় ভুলিয়ে।
ঝুড়ির মাঝের ঘুম,
ডেকে আনে স্বপ্ন বিশাল,
কোলাহল যায় স্বপ্নে মিশে।
নতুন জামা, ফোকলা দাতের হাসি,
প্রখর রোদ্দুর, ঘুমপারানি গান।
বোঝার ভারে ঘার টন টন,
এতটুকু এদিক সেদিক,
হতে পারে মৃত্যুর পয়গাম।
মৃত্যুর ভয় নয়, আটপোরে শাড়ী,
লজ্জানত মুখ,
পুরোনো বৌয়ের নতুন রূপ।
কেপে কেপে চলা পা,
থামে, থামেনা।
ঘামে ভেজা শরীর,
ফুলেল জামার আব্দার;
নতুন ফিতার নতুন ঝুটি,
জোগায় নতুন স্ফূর্তি।
বোঝার ভার, র্ভৎসনা ছোয়না।
যান্ত্রিক কোলাহল, বুকের ওপর।
অনাগত ভবিশ্যত, স্বপ্ন।
এক টুকরো সবুজ জমী,
সোনালী, শুন্য হঠাৎ।
নত মুখে ক্লান্তি, হাসি,
গোলা ভরা ঐশ্বর্য।
স্বপ্ন, জাগরন, স্বপ্ন;
স্বপ্ন, ক্লান্তি, স্বপ্ন;
স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৬ সকাল ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




