অবাক লাগছে? তাতো লাগতেই পারে,
তাই অবাক হচ্ছ ভেবে অবাক হোয়ো না।
নাহয় অনেক গুলো বছর কেটেই গেছে
তাতে কি ভালবাসার কথা বিস্মৃত হয়!
সব্বাইকে লুকিয়ে কান্নার জোয়াড়
ঠেকানো যায় ঠিকই, তাই বলে কি
চোখটাও ঝাপসা হয়না কখনো সখনো?
না হয় নাইবা হল, ভীষন সুখের মাঝেও
কখনো কি দীর্ঘস্বাস গুলো বাধ ভাঙেনা?
যাযাবর জীবন নিয়ে সুখেই আছি,
ভাল থেকো, দুশ্চিন্তায় থেকোনা,
আসেপাশে
পোস্ট অফিস নেই কোন।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




