আমাদের দেশে এখন সবচেয়ে ক্ষমতাশালী পেশা মনে হয় সাংবাদিকতা। আগে যাদেরকে আমরা ক্ষমতাবান মনে করতাম সেই রাজনীতিবিদ, পুলিশ, ডাক্তার, শিক্ষক এমনকি নায়ক, নায়িকা সবাইকে সাংবাদিকরা এখন দৌড়ের উপর রাখছে। ক্ষমতার সাথে অপব্যবহার যে অটোম্যাটিকেলি চলে আসে, সেটা প্রমাণ করার জন্য খুবি উৎসাহের সাথে কাজ করে যাচ্ছে সাংবাদিকদের একটা অংশ, বিশেষ করে যারা হলুদ গোত্রের অধিবাসী। আর অনলাইন নিউজ এর কল্যাণে যে কেউই তো এখন সাংবাদিক।
যেহেতু কোন ধরনের জবাবদিহীতা নেই যার যা ইচ্ছা তা লিখেই যাচ্ছে। শুধুমাত্র খবর(রসালো, ঝাঁঝালো) প্রকাশের উদ্দ্যেশ্যে এবং অনেক ক্ষেত্রে নিজের ব্যক্তিগত প্রয়োজনে যা ইচ্ছা তাই লিখছে। কোন সাংবাদিকের কাউরে পছন্দ হইলোনা বা তার সাথে কোন ঝামেলা হয়ছে, সাথেসাথে পত্রিকায় একটা নিউজ হয়ে গেলো। সত্যি মিথ্যা বিচার করার আগেই কোটি কোটি মানুষ তা পড়ে ফেলতেছে এবং তার মধ্যে লাখখানেক এইটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস আর কমেন্টের ঝড় তুলে ফেলতেছে। যাকে বা যাদেরকে বাঁশ মারা হয়ছে তারা সেটা অনেক কষ্টে হয়তো কয়েকশ লোককে বুঝাতে পারবে, বা পরে পত্রিকার একটা ছোট সরি নোট পড়ে আরো কয়েক হাজার জানবে। যদিও ততদিনে যা ক্ষতি হওয়ার হয়ে যাবে।
মুক্তমনা, প্রগতিশীল, অনুসন্ধিৎসু মানুষে দেশ এখন ভর্তি। যার বড় প্রমাণ এত ছাপানো পত্রিকার পাশাপাশি অনেক অনলাইন নিউজ এবং ফেসবুকের অসংখ্য নিউজ গ্রুপ। এবং আরো বড় প্রমাণ এখন সবাই খবর তৈরী করে। খবর ছাপানোই সবচেয়ে বড় ব্যাপার, যাচাই-বাছাই, সততা, মানবিকতা এইসব কোন জিনিস নাই। কেউ মারা গেলে তার পরিবারকে শোক করার চেয়েও বেশী আতংকে থাকতে হয়, সাংবাদিকরা এসে কি না কি জিগ্যেস করে!!
ভালো! যেমন ইচ্ছা লেখার আমার পত্রিকার পাতা!
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১২ রাত ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




