একেকটি পরিবার এখন কাটাচ্ছে খুবই কষ্টের মুহু্র্ত, আমরা কি একবারো চিন্তা করতে পারি যদি এ দুর্ঘোটনাটি আমার পরিবারের সাথে হত, কি রকম মানুষিক আর্তনাদ এর মধ্যে আমি থাকতাম তখন....????
কিন্তু কতটুক উপকার আমরা করতে পারি এ দুর্যোগে কবলিত মানুষ গুলিকে, সত্যি কি তারা মাথা তুলে দাড়াতে পারে, কি করা উচিত, আমার, আপনার, আমাদের এ আমরা চারপাশের বিপদগ্রস্থ মানুষদের জন্য.....
১। আমি কি করতে পারি -----
== আমি আমার পরিবারকে একসাথে করে পারত কয়েকটি পরিবারকে মাথা গুজার ঠায় করে দিতে পারি.....।কিন্তু আমি কি
করছি তা ???? বা আমি কি করব তা..।???
--- আমি করব...আপনি কি এগিয়ে আসবেন তাদের পাশে দাড়াতে...।
২। আমরা কি করব ??? ----
== টিভি খুলে বসে কি খালি খবর শুনব আমরা, আর পেপার পরব ??? অবশ্যই নয়....।আমার আমি জাগ্রত করার এটাই সময়...অসহায় মানুষ গুলি তাকিয়ে আছে আমাদের দিকে, আমরা কি পারি না একসাথে হয়ে এ মানুষ গুলিকে জীবনের নতুন দার খুলে দিতে....আমাদের সকলের পরিবার থেকে যদি খুব অল্প অল্প সাহায্য নিয়েও যদি আমরা এগিয়ে যাই তাহলে এ দু্র্যোগকে মোকাবিলা করা খুব কষ্টের হবে না...।
৩। আমাদের কি করা উচিত....।???---
== একত্রিত হয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত....এ একত্রিত হওয়া মানে এই নয় যে আমার নামটি পত্রিকার প্রথম পাতায় আসতে হবে আমি কি সাহায্য করলাম এ দু্র্যোগ কবলিত মানুষ গুলিকে, নিজের আমিত্বকে জাগাতে হবে আমাদের, একবারো কি আমরা ভাবতে পারি যে কারেন্ট, পানি, টেলিফোন, ইন্টারনেট ছাড়া একটি মুহুর্ত কাটানো আমাদের জন্য কতটা কষ্টকর ছিল, তাহলে এখন ঘরবারি ছাড়া মানুষ গুলি কি অবস্থায় আছে...? আমার মাথার ঠায়টি চলে গেলে আমি কোথায় আশ্রয় পেতাম যদি না আমার দেশ আমায় বাঁচাতে এগিয়ে আসত...?
বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ হিসেবে, দেশে, বিদেশে যে যেখানে আছি আমরা আসুন পাশে দাড়াই এ বিপদগ্রস্থ মানুষগুলির পাশে....আমরা পাশে থাকলে অবশ্যই তারা অতি দ্রুত আবার মাথা তুলে দাড়াতে....
আপনার বন্ধুর জন্য অপেখা না করে আপনি আপনার প্রথম স্টেপটি নিন, আমি বিশ্বাসী আপনাকে দেখে তিনিও আপনাকে অনুসরণ করবে....
আসুন বাংলার মানুষের পাশে দাড়াই...।
আমি, আপনি এবং আমরা.......।
ধন্যবাদ সবাইকে,
সামিহা এষা..।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




