সামিহা এষা বলেছেন :
কৌশিক ভাইয়া এবং যাদের মনে এ প্রশ্ন আসছে,
তাদের জন্য বলতে চাই,
১। প্রথমে আমাদের ক্যাম্পেইনের দিকে একটু ভাল মত দেখেন, আপনার একটি এসএমএস এর জন্য বর্তমান স্পোনসাররা একটি এসএমএস এর জন্য ১৫টাকা দিচ্ছে, কিন্তু এ ত্রাণ এর পরিমাণ ১৫ থেকে বেরে ২০ টাকা.....২০ থেকে বেরে ৫০ টাকা এবং একটি এসএমএসের জন্য ১০০টাকাও হতে পারে স্পোনসারের উপর ডিপেন্ড করে....। আমাদের ব্যানারের নিচে * মার্কটি একটু দেখুন এবং এর মর্ম বুঝুন....।
২। আমরা একটি এসএমএস চাচ্ছি যেন, আপনার একটি এসএমএস দিয়েই আপনি আপনার দ্বায়িত্ব শেষ তা মনে না করেন। আমরা "সেভ দ্য চিলড্রেন" এর ত্রান তহবিলে আর্থিক সাহায্য যোগাড় করতে সাহায্য করছি প্রতেকটি মানুষকে এ ক্যাম্পেইনের পাশে দাঁড়া করিয়ে....। একবারো কি ভেবে দেখেছেন ১০ জন স্পোনসারের টাকা একসাথে করলে ভাল নাকি ১০ জনের সাথে আরো শত স্পোনসারকে এ ক্যাম্পেইনে জনগনের আর্তের দ্বারা তাদের প্রত্যেককে "সিডর" এর এ দুর্যোগের পাশে দাড়া করানো জরুরী ????
৩। আপনারা যদি বিপুল পরিমানে মানুষকে যোগাড় করে এ ক্যাম্পেইনকে সার্থক করতে পারেন তখন তত বেশি কোম্পানি আমাদের পাশে দাঁড়াবে তাদের আর্থিক ত্রাণ প্রদান করে।
৪। কনসার্ট কিংবা আরো ভিন্ন উপায় অবলম্বন না করে আমরা যেহেতু মানবতার বন্ধন করতে চাচ্ছি সে সহজ "জাগরণ" টি মানুষের মধ্যে জাগাতে আমরা কেন এত দ্বিধাবোধঁ করছি ????
সামিহা এষা বলেছেন :
২০০৭-১১-২২ ১৪:২২:২৬
আরেকটি কথা " সেভ দ্য চিলড্রেন" এর ত্রাণ কি করে মানুষের ঘরে ঘরে পৌঁছবে তার বিবরণও আশা করি আপনারা পাবেন আমাদের ব্লগ এবং ক্যাম্পেইনের মাধ্যমে....সুতরাং আপনি কিভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন তাও দেখতে পাবেন অতি শীঘ্র। তাই আপনারা ধৈর্য ধরে আমাদের পাশে থাকুন....। এক রাতের ক্যাম্পেইন "জাগরণ" নয় তাই না ???
পাশে থাকুন এবং একটি বিশাল মানবতার বন্ধন গড়তে এই দু:সময় আমাদের সহযোগিতা করুন...।
ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




