অনেকের মত আমারো ফেছবুকে একখান একাউন্ট মানে বাংলায় হিসাব আছিল আর-কি। অনেক দিন থেকে হিসাবটির খোজ-খবর নেয়া হয় নাই।আজ খবরটি শোনার পর ঢুকতে ইচ্ছা করল, কিন্তু পারলাম না। আমাদের একটা অভ্যাস আছে আর তা হলো, যে জিনিস মানা করা হয় তা নিয়া গবেষনা করা এটা কেন হলো । এক্ষেত্রে একটি বাস্তব উদাহরণ দেই। একবার তসলিমা নাসরিন তার একটি বই তে আমাদের দেশের এক খ্যাতিমান কবিকে নিয়ে অন্তরঙ্গ সমপরকের কথা নিয়ে লেখাতে সেই কবির মামলার প্রেক্ষিতে সরকার বইটি বাতিল করলে দেখি বইটির বিক্রি বেড়ে গেলো অনেক বেশি এমনকি অনেকে দ্বিগুন দাম দিয়ে কিনতে লাগলো।এবার আসল কথায় আসা যাক...
আমরা কিন্তু প্রতিদিন পত্রিকাতে দেখতে পাই কোনো না কোনো রাজনৈতিক ব্যাক্তির অনেক সাইজের কার্টুন । সেটা দেখে তো কোনো পত্রিকা বন্ধ করা হয়েছে বলে আমার মনে হয় না। এথেকে ধারনা করা যাচ্ছে ফেছবুকে কি ধরনের ছবি হতে পারে সেগুলি
এগুলো আমাদের দেশের মাধ্যমে দেখতে না পারলে-ো এমন ধরনের কিছু লোক আছে তাদের মাধ্যমে এগুলি নিয়ে হয়তো আগামী ২-১ দিনের ভিতর আরো বেশি আলোচিত হবে এবং ছবিগুলো আরো ছড়ে যেতে পারে। এক্ষেত্রে হয়তো হিতে বিপরীত হতে পারে।তাই আমার মতে এই উদ্যোগ টি নেয়ার আগে সরকারের একটু ভাবা উচিৎ ছিলো। সরকার যদি এসব করার ব্যাপারে সবাইকে সতর্ক করে দিতেন বা আইনের ভয় দেখাতেন তাহলে হয়তো এর চেয়ে বেশি ফল দিতো ।
যাই হোক এটা নিয়ে এখন ২-১ দিন এখন আমাদের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত থাকবে, কারন আমাদের আছে বিরোধী দল, এর কাজই তো সরকারের সব ভাল বা মন্দ যে কাজ-ই হোক না কেন তারা বিরোধীতা করবেই।
দেখা যাক ৩০.০৫.২০১০ এই দিনটিতে তারা কি বলেন....