তুমি নারী, তুমি আমার ভালবাসা। তুমি কখনো তোমাকে ছোট করে দেখনা। পৃথিবী সৃষ্টি হয়েছে এই নারীর কারণে আবার পৃথিবী ধ্বংসও হবে এই নারীর কারণে। সুতরাং এক্ষেত্রে ধন্যবাদ অনেক আগেই তোমার প্রাপ্য। অন্য দিকে তোমরা মায়ের জাতি তাই তোমাদের আবারো সালাম। কিন্তু আমরা সাধারণত শুনে থাকি যে, নারীরা একমাত্র তার পেটে ধরা সন্তান ছাড়া পৃথিবীর আর কাইকে বিশ্বাস করেনা। আর সেদিন আমি বাসে কোথাও যাচ্ছিলাম, যাত্রবাড়ি ওভারব্রিজের নিচে সিগন্যালে আটকা পড়লাম, আমার বসা বাসটির সামনে একটি বাসের পিছনে বড় করে লেখা দেখলাম-দারিদ্রতার চেয়েও ভয়ংকর নারী, অর্থ যেখানে নেই নারী সেখানে নেই। আমাদের সমাজে এ কথাটা প্রায় একশত ভাগ সত্যি। আমরা যেসব নারীদের দেখি তারা সখ্যতা গড়েতোলে সাধারণত যাদের অনেক টাকা পয়সা আছে, আবার এই টাকার কারণে অনেকে তার ভালবাসার মানুষটিকে ভুলে যায়। অবশ্য এর বহুবিদ কারণ আছে। আমি যেটা মনে করি এর পিছনে প্রথমত যে কারণ তাহল-আমাদের বর্তমান সমাজের এখনো এমন অনেক নারী আছেন যারা বিশ্বের উন্নতির সাথে যোগ দেননি। তারা বন্ধি হয়ে আছেন গুনেধরা কোন সমাজে যেখানে নারীরা শুধু ভোগ বিলাসের পণ্য। যেখানে পুরুষনামের কিছু শোষক নারীদেরকে শুধু শোষন করে আর ঘরের বাইরে বের হওয়াকে পাপ মনে করে। তাদেরকে তেমন উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দেয়া হয়না। ফলে তারা হয়ে পড়ে কোনঠাসা। তাদের মন থেকে উঠে যায় সকল ভালবাসা। অজানা পথের দিকে চেয়ে থাকে তারা। তারা মনে করে আমি যেহেতু ভালবাসা বঞ্চিত সেহেতু আমিও কাউকে ভালবাসবনা, বিশেষকরে পুরুষদেরকে। এইযে বৈষম্য এটা ততক্ষণ দুর হবেনা যতক্ষণ না নারীদেরকে দেশের সাবির্ক উন্নতির সকল ক্ষেত্রে অংশগ্রহণ করানো যাবে। যারা মানুষের সাথে মেলামেশা করে, যাদের বন্ধু আছে তারা কখনো স্বার্থপর হতে পারেনা। আমাদের সমাজের নারীদেরকেও সুযোগ করে দিতে হবে। তাদেরও বলার অধিকার আছে যা পুরুষের সমান। তবেই আমরা ভাল কিছু আশা করতে পারি। তবে এ ক্ষেত্রে প্রতিশোধমূলক কিছু করা যাবেনা। নারীদেরকে বলব অধিকারের নামে নোংরামী, নষ্টামী করা যাবেনা। প্রাকৃতিগত ভাবেই নারীরা পুরুষদের থেকে দূর্বল। এটা অস্বীকার করার কোন সুযোগ নাই। আর নারীদেরকে স্বাভাবিক ভাবেই সৃষ্টিকর্তা একটু লজ্জাশীলতা দিয়েছেন বেশি। সেক্ষেত্রে আমি বলব, তোমরা সমাজ ও দেশের উন্নয়নের জন্য ও বিশ্বের শান্তি এবং মঙ্গল কামনায় সকল কাজে অংশগ্রহণ কর, পুরুষদেরকে শত্রু ভাববার কোন দরকার নেই। তারা তোমাদের ভালবাসায় জীবনও দিতে পারে। আস আমরা সবাই মিলে সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়ে তুলি। আর এক্ষেত্রে নারীদের ভুমিকা বহুলাংশে বেশি। দার্শনিকের ভাষায়-একজন শিক্ষত মা মানে একটি শিক্ষিত জাতি। তাই আমার পক্ষথেকে তোমাদের সালাম, সবুজ একটি দেশ গড়ার জন্য তোমরা এগিয়ে আস। তোমাদের সন্তানেরা যেন কোন প্রকার ভুল পথে না যায় সেদিকে খেয়াল রাখবে। একটি যোগ্য সন্তান একজন মায়ের শ্রেষ্ঠ গর্ব এবং এর চাইতে বড় পাওয়া আর কিছু হতে পারেনা।
০১৯২৫২৬৬২৬৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




