বিদু্যৎ নিয়ে জোট সরকারের সকল চাপাবাজি ব্যর্থ হতে চলেছে। সারা দেশে ভয়াবহ লোডশেডিং-এ জনজীবন বিপর্যস্ত। বিদু্যৎ প্রতিমন্ত্রী, নেতা-নেত্রী এমনকি বিদু্যৎ মন্ত্রণালয়ের দায়িত্ব যার সেই প্রধানমন্ত্রীও এখন এনিয়ে আর উচ্চবাচ্য করেন না। কোটি কোটি টাকা লুটপাটের কথাবার্তা বাতাসে ভেসে বেড়ায়। সুশীল সমাজ, বিশেষজ্ঞ ব্যক্তিগণ, পেশাজীবী বক্তাগণ সেমিনার গোলটেবিল বৈঠকে কথার ফুলঝুরি ছাড়লেও জনগণের কানাকড়িও লাভ হচ্ছে না। বিদু্যতের অভাবে সাধারণ মানুষই বিপর্যয়ের শিকার হচ্ছেন না, দেশের শিল্প ও কৃষি উৎপাদনও বিপর্যস্ত হয়েছে। এ থেকে উদ্ধারের কোন পথ এমুহূর্তে দেখা যাচ্ছে না। ভবিষ্যতে উদ্ধার পাওয়ার সম্ভাবনাও নিশ্চিত করে বলতে পারা যাচ্ছে না।
সত্যি আমরা বড় দুর্ভাগা জাতি। এত আন্দোলন, সংগ্রাম জীবনদান করেও আমরা উন্নতির পথ পাচ্ছি না। নেতৃত্বদানকারী ব্যক্তি-গোষ্ঠীরাই সব চেটেপুটে খেয়ে নিচ্ছে। নিজেদের জীবন, অবস্থান, বর্তমান-ভবিষ্যৎ উন্নয়ন করে নিচ্ছে! এ অবস্থা আর কতদিন চলবে?
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৪:০৫