করোনার সময়ে অনেকেই ঘরবন্দি অবস্থায় আছেন। বাচ্চাদের স্কুল বন্ধ। বড়দের অফিস চললেও অপ্রয়োজনীয় কাজে সচেতন মানুষেরা বাইরে যাচ্ছেন না। ইচ্ছেমতো বাইরে গিয়ে শপিং, ইটিং, ট্র্যাভেলিং করে ছুটির দিনটা কাটাতে পারছেন না নিজের ও আপনজনদের
সুস্থতার জন্যে। এমন মনখারাপ করা মুহূর্তে অনলাইনেই কাটাতে পারেন দূর্দান্ত কিছু সময়। নিয়ে এলাম ৮ টি ভিন্ন স্বাদের সাইটস - কোনটি প্রয়োজনীয়, কোনটি শিক্ষনীয়, এবং কয়েকটি নিছক টাইমপাস! এই সাইটগুলো পাশে থাকলে একঘেয়েমি দূরে পালাবে!
-----------------------------------------------------------------------------------------------------------------------------
পূর্বের পর্ব!
(পর্ব ১)
(পর্ব ২)
(পর্ব ৩)
১) দিস ইজ স্যান্ড!
লিংকে গিয়ে প্রথমেই START বাটনে ক্লিক করুন। তারপরে ক্লিক করতে থাকুন স্ক্রিনের যেকোন জায়গায়, শব্দ করে বালু পড়তে থাকবে! সেই বালুর রং আপনি ইচ্ছেমতো পরিবর্তন করতে পারবেন কোণায় থাকা গোল রঙ্গিন আইকনটিতে ক্লিক করে। শুধুমাত্র টাইমপাসই নয়, সৃষ্টিশীলতার দারূণ সুযোগ এটি। মনমতো নকশা এঁকে শেয়ার করতে পারেন আপনজনদের সাথে যেমনটি নিচে অনেকে করেছেন!
২) সুপার কুক!
করোনার লকডাউনে রাঁধুনিদের রান্না বেড়েছে, পাশাপাশি যারা রান্না করতনা তারাও টাইমপাস করার জন্যে রান্নাঘরে অনেককিছু ট্রাই করেছেন। এই সাইটটি সেসব নতুন কুকদের খুব সাহায্য করবে।
সাইটের বাম পাশে সেসব উপকরণ টাইপ/সিলেক্ট করুন যেগুলো আপনার কাছে আছে। সাইটের ওপরে সার্চ আইকনের পাশে কিছু আইকন দেখবেন - সেগুলোতে ইচ্ছেমতো অপশন বেছে নিন। আবার সার্চ আইকনে ক্লিক করে যেকোন একটা খাবারের নামও টাইপ করতে পারবেন।
তারপরে সাইটটি নানা রকম রেসিপি আপনার সামনে এনে দেবে এবং এটাও বলে দেবে আপনি কোন কোন উপকরণ মিস করছেন অথবা আপনার উপকরণগুলো দিয়ে কি কি রেসিপি বানানো যাবে।
৩) সিক্রেট ডোর!
ছোটবেলায় মনে হতো না যদি একটা যাদুই দরজা থাকত যেটাতে টোকা মেরে প্রতিবার নতুন নতুন জায়গায় যাওয়া যাবে? বাস্তবে না হলেও অন্তর্জালে সেটা এখন সম্ভব। টোকা দিন দরজায় এবং আপনাকে নিয়ে যাবে পৃথিবীর কোন এক প্রান্তে। পেজ রিলোড করে আবারো টোকা দিন, একেবারে নতুন ও অন্যরকম আরেকটি জায়গায় নিয়ে যাবে। মজার ব্যাপার কোথায় যাবেন সেটা আপনার হাতে নেই, তাই সারপ্রাইজ ও এক্সসাইটমেন্ট রয়েছে সাইটটির পরতে পরতে!
৪) হেয়ার ইজ টুডে!
ক্লিক করতে থাকুন টাইম স্কেলটিতে। তারপরে দেখুন মজা! সৃষ্টির আদিতে যেতে যেতে আবিষ্কার করুন কিভাবে এলাম আজকের সময়ে!
৫) কস্ট অফ লিভিং!
সার্চ অপশনে নিজের অথবা বিদেশী কোন শহর/দেশের নাম সার্চ করুন! ব্যাস তারপরে চোখের সামনে ভেসে উঠবে সেই দেশের লিভিং কস্ট রিলেটেড নানা তথ্য!
ম্যাপটিতে ক্লিক করে নানা দেশের লিভিং কস্টের তুলনামূলক চিত্রও দেখতে পারবেন। সাইটটি যত এক্সপ্লোর করবেন তত বেশি উপকারী তথ্য জানতে পারবেন। নতুন কোথাও মুভ করার ইচ্ছে থাকলে সাইটটি ভালো গাইড হতে পারে।
৬) রেডিও গার্ডেন!
অসাধারণ একটি সাইট রেডিও শ্রোতাদের জন্যে। বিশ্বের যেকোন জায়গার রেডিও শুনুন! নিচের কোণায় থাকা সার্চ বাটনে ক্লিক করে যেকোন একটি দেশে নাম সার্চ করলেই সেই দেশটির নানা রেডিও স্টেশন চোখের সামনে চলে আসবে। শুনতে পাবেন দেশী প্রিয় গান/অনুষ্ঠান সহ পরিচিত হতে পারবেন বিদেশী অজানা অপরিচিত নানা রেডিও প্রোগ্রাম অথবা সংস্কৃতির সাথে!
৭) স্টিল টেস্টি!
এটা বেশ ইন্টারেস্টিং একটা সাইট। করোনার মধ্যে অনেকেই প্রচুর বাজার করে রেখেছেন যেন বারবার বাইরে গিয়ে ভীড় ও করোনার রিস্কে পড়তে না হয়। কিন্তু ফ্রিজেও কোন খাবার ভালো থাকার একটা টাইম লিমিট থাকে। সেই লিমিটটা কি সেটা জানতে ক্লিক করুন ওপরের লিংকে!
আমি যেমন উদাহরণ হিসেবে মিল্ক সিলেক্ট করেছি। পরের পেজে নানা ধরণের মিল্কের অপশন আসবে, ঠিক অপশনটি চুজ করুন।
তারপরেই পেয়ে যাবেন নিচের রেজাল্ট! শুধু যে কতদিন খাবারটি ঠিক থাকবে তাই নয়, খাদ্যদ্রব্যকে ঠিক রাখার নানা রকম টিপস, খারাপ হয়ে গেলে বোঝার উপায় ইত্যাদিও এক ক্লিকেই পেয়ে যাবেন চোখের সামনে!
৮) কুইক ড্র!
এটা ভীষন রকম মজার একটা সাইট। ছোটবেলায় আমরা খেলেছি এই খেলাটা বন্ধুদের সাথে, অনেকে কলেজ লাইফেও খেলে থাকবেন। প্রথমে লিংকে ক্লিক করে Let's Draw! নামক হলুদ রং এর বাটনটিতে ক্লিক করুন।
সাইটটি আপনাকে ২০ সেকেন্ডের মধ্যে একটা ছবি আঁকতে বলবে।
আপনি আঁকা শুরু করার সাথে সাথে একটি কন্ঠ গেস করতে থাকবে কি আঁকছেন। যদি সে ২০ সেকেন্ডের মধ্যে গেস করে তবে আপনি জিতে যাবেন। গেসগুলো ভীষন রকম রিয়ালিস্টিক, আপনার মনে হবে কোন মানব বন্ধুর সাথে খেলছেন। বিশ্বাস না হলে ট্রাই করেই দেখুন!
-----------------------------------------------------------------------------------------------------------------------------
আরেহ আরেহ কোথায় যাচ্ছেন? কোন সাইটটি সবচেয়ে ভালো লাগল সেটা বলতে ভুলবেন না যেন?
ছবিসূত্র - অন্তর্জাল!
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৬