19/02/2004
আমার কেউ মারা গেছে আজ
এই তুমি-
চল তাকে মৃত্যুর পরে কিছু ফুল দিয়ে আসি।
হাসিটুকু পঁচে গিয়ে খসে গেছে
চিনতে পারিনা
হঠাৎ ঘুমিয়ে গেল, কীকরে তা এখনও জানিনা
এই তুমি_
চল তাকে পাথরের গভীরে কবর দিয়ে আসি
মৃতু্যর আগে পারি নাই-কিছু ফুল দিয়ে আসি
সারাক্ষণ-শকুনেরা লোভে লোভে থাকে
মাথা থেকে চোখটা সরাতে
সন্ধ্যা হবার আগে আগে
চল তুমি চল আমার সাথে ;
এই তুমি_
তোমার-ও কি মরে গেছ কেউ?
নাহলে তোমার চোখে ফুলে-ফেঁপে ওঠে কেন ঢেউ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

