ভালবাসার মতো করে ভালবাসতে দিলি না আমায়
চৈতালী খরায় বানালি সংসারী চাষা
তেল-নুন-টাকা-মরিচের ঝালে মৃত হলো প্রিয় শব্দেরা সব
অভিধানে শুধু ডান আর বাম যোগ-বিয়োগের ইনফিনিটি
বাতাসের ঘুড়ি ছেড়ে দিয়ে এসে আগামীর ছকে দবা-লুডু-পাশা
ভালবাসার নামে চালের বাজার
মুদির দোকানে দর কষাকষি-সবজির রং-মাছের নোংরা-ব্যাংকের ঋন-হাসপাতাল
ভালবাসার নামেই বিনীত বানালি এই আর ওই সব সকলের কাছে
ভালবাসার নামেই সারাটা দিন ভালবাসাহীন কাটালি আমার
প্রাচীন দলিলে ছিল না পেশা-বৃত্তির কথা-ছিল না একুশী দৌড়ের গতি
অথচ গেলাম গোলামীর খোঁজে-প্রাচুর্য-লোভ মাঝ রাতে ফেরা
এক পা এক পা করে বায়ুভুক পশু-সমাজের জীব
ছিলো লোভ-ইচ্ছেও কিছু
ভালবাসা ছিলো ঘর অলস নবাবী দিনে
অতচ তারই নামে তুই পরালি জোয়াল-ভালবাসাহীন গাধার মিছিল
ভালবাসার নামে;
আমাকে আর একটিবারও ভালবাসা দিলি না তুই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




