স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ সতর্কবানী, বাড়ি যাওয়ার আগে বাসায় তালা ঝুলাইয়া যান...
‘জীবন থেকে নেয়া ছবিটি যারা দেখেছেন, তারা নিশ্চয় খান আতাসহ অন্যান্য চরিত্রের কথা মনে রাখবেন। রওশান জামিলের অত্যাচার (ঘর তালাবদ্ধ করে রাখা) সবাই বিদ্রোহ করে রুখেছিল। আসলে তালা দেয়া শব্দটি বাঙ্গালীর সংগ্রামের সঙ্গে জড়িত। বঙ্গবন্ধুর কারাবরন। তা ভেঙ্গে তাকে নিয়ে এসেছিল বঙ্গালী। কারার লৌহ কপাট ভাঙ্গতে চেয়েছেন নজরুল। বিদ্রোহী কবি সব তালা ঙেঙ্গেছেন। বৃটিশ, পাকিস্তানী দু:শাসন, স্বৈরশাসক (এরশাদ) বাংলাদেশেকে তালা দিয়ে রাখতে চেয়েছে। তবে তা হতে দেয়নি বাঙ্গলী।...
আবার একই প্রয়াস চালাচ্ছেন স্বরাষ্টমন্ত্রী। তবে এবার কৌশলে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই তালা মারা তালহীন কথা আর কতদিন?? এবার তার মুখে তালা লাগানোর সময় এসেছে মনে হয়...।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১২ রাত ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




