তোমার বুকের উষ্ণ দীর্ঘশ্বাস এসে ছুঁয়ে যায় আমার শরীর
আমার বুকের বেদনা পূর্ব দিগন্তে ছিটিয়ে দেয়-
করুণা’র অবর্ণনীয় দীপ্তিকণা-বহু বিচিত্র এক চিত্তগ্রাহী আনন্দে
এক অপরূপ সূর্য ওঠে আকাশে,
দিবালোকে কার স্নিগ্ধ কন্ঠ ক্রমেক্রমে স্ফুটতর হয়
আমার মুর্চ্ছিত হৃদয় আবার সংজ্ঞা ফিরে পাই এই দূর নির্জনে;
যেখানে ঝরা শেফালির অস্ফুস্ট কথা শোনা যায়-
অনেক আলোর তরঙ্গ ওঠে প্রখর দুপুরে।
যদিও বাইরের এই আলো ছাড়া চোখের কোনই সার্থকতা নেই-
তবুও আকাঙ্খার চিত্রপটে এর চেয়ে গভীর এক আলোর ঠিকানা আছে;
আমাদের স্থির ইন্দ্রিয়ের ভিতর আছেই তো!
আর তুমি আছো এই নিমগ্ন হৃদয়ের নিভৃত পুলকে
রঞ্জিত করেছ আমার মনোনীলিমা।
হায় প্রেম! চিরদিন অনিবর্চনীয় তুমি-
এই শরৎ শেষের গোধুলী বেলা।
২৩.০৯.১৯৯৮
উৎসর্গ ছB আপুকে
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




