গ্রামের মেঠো পথ ধরে মোর ছুটে চলা বহুদূরে
চক্ষু চাহিয়া দেখি সে রূপ, মন যে যায় মোর ভরে,
গাছ-গাছালি, নদ-নদী আর আছে জোছনা
নয়ন ভরে দেখি সেসব, দেখি শিশিরের কণা,
বহু কবি কাব্য লিখেছেন দেখে মায়ের যে রূপ
সে রূপ কখনো শেষ হবে না, এ যে রূপের কুপ ।
মোরা সবাই সেথায় আত্মীয়, থাকি একই আঁচলতলে
স্বার্থক হবে জীবন- সেই আঁচলতলের বায়ুর পরশ পেলে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




