ছবিঃ banglafeeds.info
মুহাম্মাদ সাঃ এর ওফাতের কিছুদিন আগে ইসলাম ছিল বিজয়ী শক্তি। যাযাবর আরবের লোকেরা দলে দলে এসে শ্রেষ্ট নবী হযরত মুহাম্মাদ সাঃ এর কাছে এসে কিংবা সাহাবীগণের কাছে ইসলাম গ্রহণ করতেছিল। ফুলে ফুলে শোভা যেন পাচ্ছিল পৃথিবী। ধরণীর ইতিহাসের শ্রেষ্ট এই মুহুর্তে বিশ্ব যখন চলার পথ খুঁজে নিয়েছিল তখনকার এক দিনে ফেরেশতা হযরত জিবরাঈল আঃ মুহাম্মাদ সাঃ এর নিকট এসে বললেন- ইয়া মোহাম্মাদ(সাঃ)।
জিবরাঈল আঃ সাধারণত ইয়া মুহাম্মাদ(সাঃ) বলেন না। তিনি বলেন ইয়া রাসুল আল্লাহ, ইয়া নাবী আল্লাহ তবে নাম ধরে ডাকার ঘটনা নাই। কিন্তু এখন নাম ধরে ডেকে বললেন- "এখন আমি আপনাকে যা বলব তা আপনার সাথে আমার ব্যক্তিগত উপদেশ হিসাবে থাকবে। এই কথাগুলো শুধু আপনার সাথে আমার মধ্যে।"
সম্ভবত এটাই একমাত্র ঘটনা যেখানে নবী সাঃ'কে নাম ধরে সম্বোধন করলেন প্রধান ফেরেশতা। জিবরাঈল আঃ নবী সাঃ এর উদ্দেশ্যে বললেন
পাঁচ উপদেশঃ
১। যেভাবে চাও জীবন অতিবাহিত করো কিন্তু জেনে রেখো একদিন না একদিন যেভাবেই হউক, মৃত্যু তোমাকে খুঁজে নেবেই।
২। ভালোবাসো যাকে তুমি পছন্দ করো কিন্তু জেনে রেখো, একদিন তোমাকে অবশ্যই ঐ মানুষটি থেকে আলাদা হয়ে যেতে হবে।
৩। যা তুমি ইচ্ছে করো তা করো, জেনে রেখো কর্ম অনুযায়ী ফল তোমাকে দেওয়া হবেই।
৪। জেনে রেখো, একজন ঈমানদারের মাহাত্ম বেরিয়ে আসবে তার রাতের সালাতে, তাঁর প্রভুর সান্নিধ্য খোঁজার মাঝে।( এই মাহাত্ম অজস্র অনুসারী কিংবা ধনবান হয়ে কিংবা রাজা হয়ে অর্জন করা সম্ভব না। )
৫। আর জেনে রেখো প্রকৃত মর্যাদা নিহিত থাকে মানুষ থেকে তাঁর ব্যক্তি-স্বাধীনতা থেকে। (স্বাতন্ত্রবোধ, মুক্ত)
আসুন পবিত্র ক্বদরের রাতে আল্লাহর কাছে সান্নিধ্য খুঁজি।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪০