১. শেখ হাসিনা ও আ'লীগের কেন্দ্রীয় সংগঠনের ব্যাপারে সাধারণত নেতিবাচক কোনো রিপোর্ট করা হবে না। বরঞ্চ, পারলে ইমেজ বাড়ানোর চেষ্টা করা হবে।
২. আওয়ামী সরকারে বর্ণচোরা বামদের কর্মকাণ্ডকে ফলাও করে প্রশংসা করা হবে।
৩. ছাত্রলীগের বিরুদ্ধে লেখা হবে কিন্তু সাথে সাথে সরকারের নানামুখী অর্জনের বয়ান দিয়ে বলা হবে, ছাত্রলীগ এই অর্জনকে নষ্ট করছে। অর্থাৎ, ছাত্রলীগের বিরুদ্ধে এই লেখার উদ্দেশ্য, মহান নেতা শেখ হাসিনার কাছে বিচার দেবার মতো।
৪. সরকারের স্পষ্ট ভুলের ব্যাপারে তো আর না লিখে পারা যাবে না, কারণ, না লিখলে ব্যবসা চরমে উঠবে। তাই সেগুলো লেখা হবে বটে কিন্তু সাথে সাথে এটিও উল্লেখ করা হবে যে, বিএনপি আমলেও একই কাজ সংঘটিত হয়েছিল!
এভাবেই 'প্রথম আলো' আ'লীগের চামচামি করে যাচ্ছে। আমার বক্তব্যের সত্যতা যাচাই করতে পারেন।
সর্বশেষ উদাহরণ
আজ প্রথম আলোতে যে কার্টুনটি ছাপানো হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ঢাবির বকরের মৃত্যুর ব্যাপারে সাহারা খাতুন বলছেন, "এটা কোনো ব্যাপার না, এমন ঘটতেই পারে.."। এর পাশে দেখা যাচ্ছে, বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কার্টুন। হাতের প্রবচনগুচ্ছটি সাহারা খাতুনের দিকে বাড়িয়ে দিয়ে তিনি বলছেন, "আপনার জন্য কাজে লাগবে.."।
এখানে বিএনপির সাবেক মন্ত্রীকে নিয়ে এসে প্রথম আলো আ'লীগকে আসলে দেখাতে চাইছে যে, ব্যবসায়িক স্বার্থে আমরা আপনাদের বিরুদ্ধে লিখলাম বটে, কিন্তু এর মানে এই নয় যে, আমরা বিএনপির পক্ষে চলে গেছি। বরং, আমরা আপনাদেরই অনুগত আছি।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




